দক্ষিণ আফ্রিকায় কেপটাউন দুর্গ জয়। ২০১১ সালের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র। রোহিত শর্মা একটা ইতিহাস অন্তত গড়েছেন। ছবি: পিটিআই
এশিয়ার কোনও দল কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি। রোহিতের টিম সেটাই করে দেখিয়েছে। দেড় দিনেই ম্যাচ শেষ হওয়া নিয়ে প্রবল বিতর্কও হয়েছে। ছবি: পিটিআই
পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও। সব দিক থেকেই উষ্ণ ছিল পরিবেশ। হঠাৎ যেন 'সাইবেরিয়ায়' পৌঁছে গিয়েছেন রোহিতরা। ছবি: পিটিআই
মোহালিতে আফগান চ্যালেঞ্জ সামলানোর আগে প্রকৃতিই বড় চ্যালেঞ্জ! প্র্যাক্টিসের ছবি যা বলছে...। হেড কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনেও এলেন উলের টুপি পরে। ছবি: পিটিআই
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না বিরাট কোহলি। টিমের সঙ্গে মোহালিতে আসেননি তিনি। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ব্যক্তিগত কারণে নেই বিরাট। ছবি: পিটিআই
দ্বিতীয় টি-টোয়েন্টি রবিবার ইন্দোরে। তার আগে সেখানে টিমের সঙ্গে যোগ দেবেন বিরাট। অধিনায়ক রোহিত শর্মা বিকেলেই চার্টার্ড ফ্লাইটে পৌঁছন। সরাসরি প্র্যাক্টিসেও নেমে পড়েন। ছবি: পিটিআই
মোহালির ঠান্ডায় টিম ইন্ডিয়ার প্লেয়ারদের পরিস্থিতি যে জবুথবু, প্র্যাক্টিসের ছবি দেখেই পরিষ্কার। নেটে-ব্যাটিং বোলিং কিংবা মাঠে ফিল্ডিং ছাড়া বাকি সময় জ্যাকেট, গ্লাভস পরেই বেশির ভাগ সময় কাটল। ছবি: পিটিআই
শুভমন গিল, অর্শদীপ সিংদের কাছে এই আবহাওয়া পরিচিত। তাঁরাও অবশ্য মানিয়ে নিতে সমস্যায় পড়েছেন। তীলক ভার্মা, অক্ষর প্যাটেলরা যেন ঠান্ডায় জমে গিয়েছেন! ছবি: পিটিআই