Jio-র সিম ব্যবহার করেন? তাহলেই ফ্রিতে পাবেন Hotstar সাবস্ক্রিপশন
Disney + Hotstar Subscription: ফোনের রিচার্জের সঙ্গে সঙ্গে আলাদা করে আবার OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন নিতে গেলে অনেক টাকাই খরচা হয়ে যায়। ফলে একবার টাকা খরচ করে যদি সব একসঙ্গে পাওয়া যায়, তাহলে তার থেকে ভাল আর কী হতে পারে।
1 / 8
ফোনের রিচার্জের সঙ্গে সঙ্গে আলাদা করে আবার OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন নিতে গেলে অনেক টাকাই খরচা হয়ে যায়। ফলে একবার টাকা খরচ করে যদি সব একসঙ্গে পাওয়া যায়, তাহলে তার থেকে ভাল আর কী হতে পারে।
2 / 8
Jio-র এমন কিছু প্ল্যান রয়েছে, যাতে আপনি Disney + Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পেয়ে যাবেন। তাই যদি আপনি Jio-র সিম ব্যবহার করেন, তাহলে এই সব রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন।
3 / 8
Jio-র 328 টাকার প্ল্যান: এই প্ল্যানটিতে 28 দিনের বৈধতা পেয়ে যাবেন এবং এতে গ্রাহকদের প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এতে, প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সঙ্গে Disney + Hotstar মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। তাও আবার 3 মাসের জন্য।
4 / 8
388 টাকার প্ল্যান: এই প্ল্যানে আপনি 28 দিনের মেয়াদ পাবেন। আর সেই সঙ্গে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। এছাড়াও রয়েছে বিনামূল্যে কলিং এবং অন্যান্য সুবিধা। এতেও আপনি 3 মাসের জন্য Disney + Hotstar মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।
5 / 8
598 টাকার প্ল্যান: কোম্পানির এই প্ল্যানটিতে 28 দিনের বৈধতা পাওয়া যায়। এতে গ্রাহকদের প্রতিদিন 2GB ডেটাও দেওয়া হয়। কলিং এবং এসএমএসের মতো সুবিধাগুলি ছাড়াও, গ্রাহকদের জন্য Disney + Hotstar মোবাইলের এক বছরের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।
6 / 8
Jio-র 758 টাকার প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পেয়ে যাবেন। আর এই প্ল্যানটিতে 84 দিনের বৈধতা দেওয়া হয়। এতে গ্রাহকদের 3 মাসের জন্য Disney+ Hotstar মোবাইলের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।
7 / 8
808 টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে, গ্রাহকদের 84 দিনের বৈধতা রয়েছে। এছাড়াও প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। এছাড়াও, এই প্ল্যানে অন্যান্য অনেক সুবিধা রয়েছে। সেই সঙ্গে Disney + Hotstar মোবাইলের 3 মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়।
8 / 8
শুধুই Jio-তে OTT প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যায়, এমনটা নয়। আপনি যদি অন্য সিম ব্যবহার করেন, তাহলে জেনে নিন সেই কোম্পানি কত টাকা রিচার্জে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করে।