মাত্র 7999 টাকায় 16GB ব়্যামের ফোন লঞ্চ করল Infinix, সঙ্গে আনলিমিটেড ফিচার

Feb 07, 2024 | 3:31 PM

Infinix Smart 8 Price: এই বাজেট স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার হল এটি কম দামে আসা সত্ত্বেও, ডিভাইসটিতে 8 GB ভার্চুয়াল (বর্ধিত) র‌্যামের সুবিধা রয়েছে। এছাড়া Infinix Smart 8-এ রয়েছে ম্যাজিক রিং ফিচার। এই ম্যাজিক রিং ফিচার অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করে।

1 / 8
আপনি যদি 10,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে Infinix Smart 8 কিনে ফেলতেই পারেন। এর নতুন 8 GB RAM ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।

আপনি যদি 10,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে Infinix Smart 8 কিনে ফেলতেই পারেন। এর নতুন 8 GB RAM ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।

2 / 8
এই বাজেট স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার হল এটি কম দামে আসা সত্ত্বেও, ডিভাইসটিতে 8 GB ভার্চুয়াল (বর্ধিত) র‌্যামের সুবিধা রয়েছে। এছাড়া Infinix Smart 8-এ রয়েছে ম্যাজিক রিং ফিচার।

এই বাজেট স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার হল এটি কম দামে আসা সত্ত্বেও, ডিভাইসটিতে 8 GB ভার্চুয়াল (বর্ধিত) র‌্যামের সুবিধা রয়েছে। এছাড়া Infinix Smart 8-এ রয়েছে ম্যাজিক রিং ফিচার।

3 / 8
এই ম্যাজিক রিং ফিচার অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করে। Infinix Smart 8 এর নতুন মডেলের দাম কত? চলুন দেখে নেওয়া যাক। নতুন ভ্যারিয়েন্টটি কত দামে পাবেন।

এই ম্যাজিক রিং ফিচার অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করে। Infinix Smart 8 এর নতুন মডেলের দাম কত? চলুন দেখে নেওয়া যাক। নতুন ভ্যারিয়েন্টটি কত দামে পাবেন।

4 / 8
এই Infinix মোবাইল ফোনের 4 GB RAM/64 GB ভ্যারিয়েন্ট গত মাসে 7,499 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন কোম্পানি এই ফোনের 8 GB RAM/ 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে।

এই Infinix মোবাইল ফোনের 4 GB RAM/64 GB ভ্যারিয়েন্ট গত মাসে 7,499 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন কোম্পানি এই ফোনের 8 GB RAM/ 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে।

5 / 8
এই ভ্যারিয়েন্টটি কিনতে আপনাকে 7 হাজার 999 টাকা খরচ করতে হবে। এবার প্রশ্ন হল, আপনি কোথা থেকে এই ফোনটি কিনতে পারবেন? 8 জিবি র‌্যাম সহ নতুন মডেলের বিক্রয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 8 ফেব্রুয়ারি দুপুর 12টায় শুরু হবে।

এই ভ্যারিয়েন্টটি কিনতে আপনাকে 7 হাজার 999 টাকা খরচ করতে হবে। এবার প্রশ্ন হল, আপনি কোথা থেকে এই ফোনটি কিনতে পারবেন? 8 জিবি র‌্যাম সহ নতুন মডেলের বিক্রয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 8 ফেব্রুয়ারি দুপুর 12টায় শুরু হবে।

6 / 8
Infinix Smart 8-এর স্পেসিফিকেশন দেখে নিন। ডিসপ্লে: এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস স্ক্রিন যার 500 নিট পিক ব্রাইটনেস এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে।

Infinix Smart 8-এর স্পেসিফিকেশন দেখে নিন। ডিসপ্লে: এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস স্ক্রিন যার 500 নিট পিক ব্রাইটনেস এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে।

7 / 8
চিপসেট: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই বাজেট ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি 3 অক্টা-কোর প্রসেসর রয়েছে। নতুন মডেলে 8 GB ভার্চুয়াল র‍্যামের সঙ্গে 8 GB RAM রয়েছে।

চিপসেট: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই বাজেট ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি 3 অক্টা-কোর প্রসেসর রয়েছে। নতুন মডেলে 8 GB ভার্চুয়াল র‍্যামের সঙ্গে 8 GB RAM রয়েছে।

8 / 8
আপনি এই ভ্যারিয়েন্টে 16 GB পর্যন্ত র‍্যামের সুবিধা পাবেন। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এআই সেন্সর পাওয়া যায়। ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আপনি এই ভ্যারিয়েন্টে 16 GB পর্যন্ত র‍্যামের সুবিধা পাবেন। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এআই সেন্সর পাওয়া যায়। ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Next Photo Gallery