মাত্র 7999 টাকায় 16GB ব়্যামের ফোন লঞ্চ করল Infinix, সঙ্গে আনলিমিটেড ফিচার
Infinix Smart 8 Price: এই বাজেট স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার হল এটি কম দামে আসা সত্ত্বেও, ডিভাইসটিতে 8 GB ভার্চুয়াল (বর্ধিত) র্যামের সুবিধা রয়েছে। এছাড়া Infinix Smart 8-এ রয়েছে ম্যাজিক রিং ফিচার। এই ম্যাজিক রিং ফিচার অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করে।
1 / 8
আপনি যদি 10,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে Infinix Smart 8 কিনে ফেলতেই পারেন। এর নতুন 8 GB RAM ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।
2 / 8
এই বাজেট স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার হল এটি কম দামে আসা সত্ত্বেও, ডিভাইসটিতে 8 GB ভার্চুয়াল (বর্ধিত) র্যামের সুবিধা রয়েছে। এছাড়া Infinix Smart 8-এ রয়েছে ম্যাজিক রিং ফিচার।
3 / 8
এই ম্যাজিক রিং ফিচার অ্যাপলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো কাজ করে। Infinix Smart 8 এর নতুন মডেলের দাম কত? চলুন দেখে নেওয়া যাক। নতুন ভ্যারিয়েন্টটি কত দামে পাবেন।
4 / 8
এই Infinix মোবাইল ফোনের 4 GB RAM/64 GB ভ্যারিয়েন্ট গত মাসে 7,499 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন কোম্পানি এই ফোনের 8 GB RAM/ 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে।
5 / 8
এই ভ্যারিয়েন্টটি কিনতে আপনাকে 7 হাজার 999 টাকা খরচ করতে হবে। এবার প্রশ্ন হল, আপনি কোথা থেকে এই ফোনটি কিনতে পারবেন? 8 জিবি র্যাম সহ নতুন মডেলের বিক্রয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 8 ফেব্রুয়ারি দুপুর 12টায় শুরু হবে।
6 / 8
Infinix Smart 8-এর স্পেসিফিকেশন দেখে নিন। ডিসপ্লে: এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস স্ক্রিন যার 500 নিট পিক ব্রাইটনেস এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে।
7 / 8
চিপসেট: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই বাজেট ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি 3 অক্টা-কোর প্রসেসর রয়েছে। নতুন মডেলে 8 GB ভার্চুয়াল র্যামের সঙ্গে 8 GB RAM রয়েছে।
8 / 8
আপনি এই ভ্যারিয়েন্টে 16 GB পর্যন্ত র্যামের সুবিধা পাবেন। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এআই সেন্সর পাওয়া যায়। ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।