ডিপ ফ্রিজে জমা একগাদা বরফেই কমবে আপনার সাধের ফ্রিজের আয়ু, উপায় কী?
Freezer Defrost Tips: অনেক সময় এমনটা দেখা যায় যে শীত কাল এলেই ডিপ ফ্রিজে পাহাড় সমান বরফ জমে গিয়েছে। আর তারপরেই শুরু হয়, বিভিন্ন রকম সমস্যা। তবে সব কিছুরই একটা সমাধান থাকে। আপনাকে সেই সমাধানই দেওয়া হবে। ফ্রিজ এবং ফ্রিজারে এই বিশাল বরফ জমে যাওয়ার একটি কারণ হল আর্দ্রতা। আর্দ্রতা গরম বায়ুর সঙ্গে আসে, যা ফ্রিজ এবং ফ্রিজারের ভিতরের ঠান্ডা বায়ুর সঙ্গে মিশে বরফে পরিণত হয়।
1 / 8
অনেক সময় এমনটা দেখা যায় যে শীত কাল এলেই ডিপ ফ্রিজে পাহাড় সমান বরফ জমে গিয়েছে। আর তারপরেই শুরু হয়, বিভিন্ন রকম সমস্যা। তবে সব কিছুরই একটা সমাধান থাকে। আপনাকে সেই সমাধানই দেওয়া হবে।
2 / 8
ফ্রিজ এবং ফ্রিজারে এই বিশাল বরফ জমে যাওয়ার একটি কারণ হল আর্দ্রতা। আর্দ্রতা গরম বায়ুর সঙ্গে আসে, যা ফ্রিজ এবং ফ্রিজারের ভিতরের ঠান্ডা বায়ুর সঙ্গে মিশে বরফে পরিণত হয়।
3 / 8
অতএব, ফ্রিজ এবং ফ্রিজারে বরফ তৈরি হওয়া রোধ করতে, আপনাকে অবশ্যই ভিতরে আর্দ্রতা রোধ করতে হবে। এটি করার সবচেয়ে সহজ উপায় হল রেফ্রিজারেটর এবং ফ্রিজারের দরজা ঘন ঘন না খোলা। প্রয়োজন ছাড়া ফ্রিজের দরজা খুলবেন না।
4 / 8
ফ্রিজার দরজার রাবার বায়ুরোধী হওয়া উচিত, যাতে বাইরের বায়ুকে আটকে দিতে পারে। যদি রাবারটি আলগা হয়ে যায় বা কোথাও ছিঁড়ে যায়, তবে দরজাটি পুরোপুরি বন্ধ হবে না। এতে বাইরের গরম হাওয়া ফ্রিজের ভিতরে ঢুকে যাবে, যা আর্দ্রতা তৈরি করবে এবং বরফ দ্রুত জমতে শুরু করবে।
5 / 8
ফ্রিজারে বরফ তৈরির একটি কারণ হল ফ্রিজারের কম তাপমাত্রা। ফ্রিজারের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ফ্রিজারের ভিতরের বায়ু ঠান্ডা হয়ে যায়। এ কারণে খাবার থেকে আর্দ্রতা বের হয়ে ফ্রিজারের ভেতরে জমে যায়।
6 / 8
অতএব, ফ্রিজারে যাতে খুববেশি পরিমাণে বরফ না জমে, তার জন্য ফ্রিজারের তাপমাত্রা সঠিক সেটিংয়ে সেট করে রাখুন। প্রয়োজনের তুলনায় বেশি ঠাণ্ডা করবেন না। এতেই আরও বেশি বরফ জমে।
7 / 8
ফ্রিজার ডিফ্রস্ট করতে, আপনাকে প্রথমে ফ্রিজার থেকে সমস্ত খাবার সরিয়ে ফেলতে হবে। খাবার বের করার পরে, আপনাকে অবশ্যই ফ্রিজারটি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
8 / 8
ফ্রিজার বন্ধ করলে ফ্রিজের ভিতরের বরফ গলতে শুরু করবে। এক ঘন্টা পরে, আপনি ফ্রিজার খুলতে পারেন এবং বরফ পরিষ্কার করতে পারবেন। তবে এতে সময় বেশি লাগে। কারণ বরফ গলে গিয়ে সেই জল ফ্রিজের বাইরে বেরিয়ে আসতে থাকে।