নামেই ‘পাখি’, ডানা থাকতেও মেলতে পারে না খোলা আকাশে
Latest Science News: এমন অনেক প্রাণী আছে, যাদের ডানা থাকা সত্ত্বেও তারা উড়তে পারে না। এটাই তাদের বৈশিষ্ট্য। তার সেই প্রাণীদের তালিকায় কাদের কাদের নাম রয়েছে, তা কি আপনি জানেন? চলুন জেনে নেওয়া যাক সেই তালিকা।
1 / 8
পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের অদ্ভুদ বৈশিষ্ট্যই সবার থেকে তাদেরকে আলাদা করে। ডানা রয়েছে, তারপরেই তা মেলে খোলা আকাশে উড়ে বেরাবে। কিন্তু সব প্রাণীর ক্ষেত্রে তেমনটা নয়।
2 / 8
তবে আপনার এটা আশ্চর্যজনক মনে হতে পারে যে, বিশ্বের 10,000 টিরও বেশি পাখির প্রজাতির মধ্যে এমনও কিছু পাখি রয়েছে, যাদের ডানা আছে তাও উড়তে পারে না।
3 / 8
এমন অনেক প্রাণী আছে, যাদের ডানা থাকা সত্ত্বেও তারা উড়তে পারে না। এটাই তাদের বৈশিষ্ট্য। তার সেই প্রাণীদের তালিকায় কাদের কাদের নাম রয়েছে, তা কি আপনি জানেন? চলুন জেনে নেওয়া যাক সেই তালিকা।
4 / 8
অ্যান্টার্কটিকা দ্বীপে পাওয়া পেঙ্গুইন পাখির ডানা থাকলেও এই পাখি উড়তে পারে না। ঘণ্টার পর ঘণ্টা জলেই থাকতে পারে। আর ডানাতেও উঠে এসে তারা হেটে বেরায় অন্য সব প্রাণীদের মত। এই পাখি শিকার করে।
5 / 8
ইমু, এটি খুব পরিচিত একটি পাখি। এটিকে পাখি বলা হলেও পাখিদের মতো উডতে পারার ক্ষমতা তাদের নেই। এটি অস্ট্রেলিয়ার একটি সুপরিচিত পাখি। এটিকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পাখিও বলা হয়। তাদের ডানা আছে কিন্তু তারা উড়ে না।
6 / 8
গুয়াম রেল, যেটি একটি পাখি, তার অনেক পালক আছে, তবে ডানা থাকা সত্ত্বেও এটি উড়তে পারে না। এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায়। উড়তে পারা ছাড়া, বাকি সব বৈশিষ্ট্যই এদের পাখির মতোই।
7 / 8
দক্ষিণ দ্বীপে পাওয়া তাকাহে পাখিরও ডানা আছে। কিন্তু ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না। দেখতে অপরূপ সুন্দর। তার রূপ দিয়েই সে আপনার নজর কাড়তে বাধ্য। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির পাখি বর্তমানে বিলুপ্তির পথে।
8 / 8
কাকাপো পাখিও এই তালিকায় রয়েছে। এই পাখি দেখতে খুবই অদ্ভুত। এই পাখির অনেক ডানা আছে, কিন্তু সেগুলো দিয়ে উড়তে পারে না। তবে অন্যান্য পাখির তুলনায় তাদের নরম পালক রয়েছে। এরা 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।