চন্দ্র অভিযানে সামিল হয়েছে বিশ্বের এই পাঁচ দেশ, তালিকায় কত নম্বরে ভারত?
World 5 Moon Mission: নতুন বছরের চলতি সপ্তাহে জাপানের রোবোটিক স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং দ্য মুন (SLIM) সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আর বর্তমানে জাপান চাঁদে পৌঁছানোর তালিকায় পঞ্চম দেশ হয়েছে।
1 / 8
পৃথিবীতে 205টি দেশ রয়েছে, যার মধ্যে মাত্র 5টি চাঁদে পৌঁছানোর স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। জাপান সম্প্রতি এই তালিকায় অন্তর্ভুক্ত একটি দেশে পরিণত হয়েছে। জাপান তাদের মহাকাশযানের নাম দিয়েছে মুন স্নাইপার।
2 / 8
নতুন বছরের চলতি সপ্তাহে জাপানের রোবোটিক স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং দ্য মুন (SLIM) সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আর বর্তমানে জাপান চাঁদে পৌঁছানোর তালিকায় পঞ্চম দেশ হয়েছে।
3 / 8
জাপান স্পেস এজেন্সি JAXA-এর মতে, তাদের মহাকাশযান চাঁদে সফট্ ল্যান্ডিং করতে পেরেছে, SLIM চাঁদের শিওলি ক্রেটারের কাছে থেকে তথ্য পাচ্ছে।
4 / 8
তবে তাদের কর্মকর্তারা বলছেন যে, "ল্যান্ডারে স্থাপিত সৌরবিদ্যুৎ কক্ষে ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। ফলে কতদিন এই তথ্য পাবেন, তা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে উপায় খোঁজার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।"
5 / 8
আর এই কারণে আশানুরূপ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। যার কারণে এটি শুধুমাত্র ব্যাটারি মোডে কাজ করছে। ব্যাটারিটির নিজস্ব ক্ষমতা রয়েছে, যার কারণে এই মহাকাশযানটি মাত্র কয়েক ঘন্টা কাজ করতে পারবে।
6 / 8
চাঁদে পৌঁছে যাওয়া দেশগুলির মধ্যে ভারতের নামও সদ্য যুক্ত হয়েছে। এ ছাড়া আমেরিকা, রাশিয়া ও চিন চাঁদে তাদের মিশন পাঠাতে পেরেছে। তালিকায় এখন রয়েছে আমেরিকা, রাশিয়া, চিন, ভারত ও জাপান পাঁচটি দেশ।
7 / 8
চাঁদকে প্রথম ছুঁয়েছিল রাশিয়া। গোটা বিশ্বে সেদিন ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হয়েছিল। চাঁদের মাটিতে মহাকাশযানের প্রথম সফল অবতরণ করায় রাশিয়া। 1959 সালে 'লুনা 2" চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে।
8 / 8
চাঁদকে ছোঁয়ার লক্ষ্য ছিল আমেরিকারও। তাই ঠিক 10 বছর পর 1969 সালে চাঁদের মাটিতে প্রথম মানুষ পাঠায় আমেরিকা। অ্য়াপেলো মিশনে সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করে মানুষ।