জন্মের পরই পরকালে পাড়ি দেয় এসব প্রাণী, বাঁচে না 24 ঘণ্টাও
Unique Creature: প্রতিটি জীবের আয়ুষ্কালও আলাদা, কেউ কেউ 1 দিন এবং কেউ 1 সপ্তাহ বেঁচে থাকে, তারা কখন মারা যাবে কি না তা জানা যায় না। অন্যদিকে, অনেক জীব রয়েছে যারা দীর্ঘকাল বেঁচে থাকে। জন্মের পর মাত্র এক দিনের জন্য পৃথিবীর আলো দেখে আবার মারা যায়, এমন অনেক প্রাণী রয়েছে। তার মধ্যেই কিছু হয় তো আপনার জানা, আর কিছু অজানা।
1 / 8
জন্মের পর মাত্র এক দিনের জন্য পৃথিবীর আলো দেখে আবার মারা যায়, এমন অনেক প্রাণী রয়েছে। তার মধ্যেই কিছু হয় তো আপনার জানা, আর কিছু অজানা।
2 / 8
প্রতিটি জীবের আয়ুষ্কালও আলাদা, কেউ কেউ 1 দিন এবং কেউ 1 সপ্তাহ বেঁচে থাকে, তারা কখন মারা যাবে কি না তা জানা যায় না। অন্যদিকে, অনেক জীব রয়েছে যারা দীর্ঘকাল বেঁচে থাকে।
3 / 8
আপনাকে এমন কতগুলি প্রাণীর কথা জানানো হবে, যাদের আয়ু খুবই অল্প সময়ের জন্য। তার মধ্যেই তালিকার প্রথমে রয়েছে মশা। জানলে অবাক হবেন, কিছু মশা আছে যারা মাত্র 1 দিনে মারা যায়।
4 / 8
তবে এই মশার মধ্যেও আবার প্রজাতির ভাগ রয়েছে। আর আয়ুর সময়কাল প্রজাতি বিশেষে আলাদা আলাদা হয়। কিছু মশা আছে যারা 2 দিন বা তারও বেশি সময়ে মারা যায়। এমনকি 1 সপ্তাহ বেঁচে থাকে।
5 / 8
ইঁদুরদের তো এখানে-সেখানে ঘোরাফেরা করতে দেখা যায়। আর বাড়িতে এটা ওটা কেটে নষ্ট করে। কবে তাদের আয়ু জানলে আপনি মকে উঠতে বাধ্য। তারা সর্বোচ্চ 1 বছর বা তারও কম সময় বাঁচতে পারে।
6 / 8
আপনি কি জানেন খরগোশ কতদিন বাঁচতে পারে? যে প্রাণীটিকে পোষ্য হিসেবে অনেক মানুষই তাদের বাড়িতে রাখেন। জানলে অবাক হবেন, তাদের আয়ু মাত্র 8 থেকে 12 বছর। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই তারা মারা যায়।
7 / 8
গিনিপিগ দেখতে খুব সুন্দর, এই প্রাণীটি শুধুমাত্র দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এর জীবনকাল মাত্র 4 থেকে 8 বছর, এটি খুব কম বছর বেঁচে থাকতে পারে।
8 / 8
এদিক ওদিক শুধু মাছি উড়তে দেখেন, মানুষের নাক শ্বাসরোধ করে, জানেন তাদের আয়ু কত? তাদের জীবনকাল মাত্র 4 সপ্তাহ, তারা এর বেশি বাঁচে না। অর্থাৎ মশার পরেই এর স্থান।