ঋষির বিয়ের পর মন ভাঙে লাখ-লাখ রমণীর! চেনেন তাঁর সুন্দরী স্ত্রীকে?
Rishi Kaushik: অভিনেতা ঋষি কৌশিকের স্ত্রীকে চেনেন। অনেকগুলো বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে করেছেন একে-অপরকে। তাঁর বিয়ে হয়েছে জেনে অনেক মহিলারই মন ভাঙে। এই রইল তাঁদের বিয়ের অ্যালবাম। চিনে নিন ঋষির সুন্দরী স্ত্রীকে।