
সিনেমা পাড়ার হ্যান্ডসম হাঙ্ক অভিনেতা ঋষি কৌশিক। বহু সিরিয়ালে তিনি দুর্দান্ত নায়কের চরিত্রে অভিনয় করেছেন।

ঋষির মহিলা ফ্যান ফলোয়ার প্রচুর। তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন অনেকেই। কিন্তু জানেন কি ঋষি কাকে বিয়ে করেছেন।

এই রইল ঋষি কৌশিকের বিয়ের অ্যালবাম। তিনি বিয়ে করেছেন দেবযানীকে।

দেবযানীর সঙ্গে অনেক বছরের প্রেমের সম্পর্ক থাকার পর তাঁকে বিয়ে করেছিলেন অভিনেতা।

এই ঘটনার পর মন ভাঙে বহু নারীর। কিন্তু তাতে কী, অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা কমেনি।

কিছুদিন আগে অভিনেতাকে দেখা গিয়েছে হিন্দি সিরিয়াল 'ঝনক'-এ। সেখানে তাঁর চরিত্রটি নেগেটিভ।

বাংলাদেশের নাটকে সাবলীলভাবে অভিনয় করেছেন ঋষি। তিনি অসমীয়া মানুষ। বাংলা ভাষাটা রপ্ত করেছেন, বাংলাদেশে বলা বিশেষ ভাষাটাও রপ্ত করেছিলেন। সেখানেও তাঁর প্রচুর ফ্যান।