Viral: বিয়ের দিন কেমন ছিল রচনার মনের অবস্থা, আভাস দিল ভাইরাল ছবি
Sneha Sengupta |
Aug 03, 2024 | 11:31 AM
Rachana Banerjee Marriage Pictures : বিয়ের দিন কী করেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়? ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি। তাতে দেখা যাচ্ছে লাজুক কনে সেজে বিয়ের সব নিয়ম পালন করছেন হুগলীর বর্তমান সাংসদ।
1 / 8
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের কিছু ছবি।
2 / 8
শোনা গিয়েছিল, দ্বিতীয় স্বামী প্রবাল রায়ের সঙ্গে নাকি আর থাকেন না তিনি। যদিও এবারের লোকসভা নির্বাচনে রচনার জয়ের পর প্রবাল বলেছিলেন, তাঁর স্ত্রী লক্ষ্মী, যা স্পর্শ করেন তাই সোনা হয়ে ওঠে।
3 / 8
প্রবালের সঙ্গে বিয়ের দিনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবিটি যেমন রচনার গায়ে হলুদের।
4 / 8
প্রবালের সঙ্গে বিয়ের দিন এটাই ছিল রচনার সাজ। বাঙালি হিন্দু মতে বিয়ে করেছিলেন তাঁরা।
5 / 8
মালাবদলের সময় পরিবারের সকলে দারুণ মজা করেছিলেন। কিন্তু রচনা লজ্জায় চোখ নামিয়ে রেখেছেন।
6 / 8
বিয়ের কোনও ছবিতেই রচনাকে হাসতে দেখা যাচ্ছে না। তিনি অত্যন্ত সিরিয়াস মুখে বিয়ের সব নিয়ম পালন করেছিলেন। গলায় পরেছিলেন গোলাপের মালা।
7 / 8
আগুনে খই ফেলার সময়কার ছবি এটি। তখন আরও সিরিয়াস রচনা।
8 / 8
সিঁদুর দানের সময় রচনাকে দেখুন। তাঁর থেকে চোখই সরাতে পারবেন না। এত স্নিগ্ধ।