পাহাড়ের কোলে চুম্বন স্ত্রীর ঠোঁটে, অভিনেত্রী-পরিচালকের বিয়ের জন্মদিন দারুণ উষ্ণ

Celeb Marriage Anniversary: প্রেম করেছিলেন অনেকগুলো বছর। তারপরই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং বিরশা দাশগুপ্ত। একজন সফল বাঙালি অভিনেত্রী, অন্যজন পরিচালক। অনেকগুলো বছর দাম্পত্য়জীবন কাটিয়ে দিলেন বিদীপ্তা-বিরশা। বিয়ের জন্মদিনে তুলে ধরলেন উষ্ণ কিছু ছবি।

|

Jan 31, 2024 | 5:45 PM

1 / 8
পরিচালক বিরশা দাশগুপ্তকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। হয়ে গেল তাঁদের বিয়ের জন্মদিন।

পরিচালক বিরশা দাশগুপ্তকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। হয়ে গেল তাঁদের বিয়ের জন্মদিন।

2 / 8
হাসিমজায় কেটে গেল তাঁদের বিয়ের এতগুলো বছর।

হাসিমজায় কেটে গেল তাঁদের বিয়ের এতগুলো বছর।

3 / 8
তাই বিবাহিত জীবনের বেশ কিছু ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন বিদীপ্তা-বিরশা।

তাই বিবাহিত জীবনের বেশ কিছু ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন বিদীপ্তা-বিরশা।

4 / 8
প্রত্যেকটি ছবি বেড়াতে যাওয়ার এবং তাতে আদরে মাখামাখি।

প্রত্যেকটি ছবি বেড়াতে যাওয়ার এবং তাতে আদরে মাখামাখি।

5 / 8
তারকা দম্পতির প্রেম করে বিয়ে। সেই প্রেমের ঝলক পাওয়া যায় এই পোস্টে।

তারকা দম্পতির প্রেম করে বিয়ে। সেই প্রেমের ঝলক পাওয়া যায় এই পোস্টে।

6 / 8
সম্পর্কের রসায়ন খুবই মিষ্টি। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর বিদীপ্তা বিয়ে করেন বিরশাকে।

সম্পর্কের রসায়ন খুবই মিষ্টি। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর বিদীপ্তা বিয়ে করেন বিরশাকে।

7 / 8
সেই সম্পর্ক বন্ধুত্বের। বিদীপ্তার প্রথম পক্ষের মেয়ে নিজের মেয়ে হিসেবে অনেক আগেই মেনে নিয়েছিলেন বিরশা।

সেই সম্পর্ক বন্ধুত্বের। বিদীপ্তার প্রথম পক্ষের মেয়ে নিজের মেয়ে হিসেবে অনেক আগেই মেনে নিয়েছিলেন বিরশা।

8 / 8
তাঁদের আরও এক কন্যার জন্ম হয় পরবর্তীকালে। দুই কন্যাকে নিয়ে দারুণ ভাল আছেন এই দুই তারকা। একজন চুটিয়ে অভিনয় করছেন। অন্যজন তৈরি করছেন সিনেমা।

তাঁদের আরও এক কন্যার জন্ম হয় পরবর্তীকালে। দুই কন্যাকে নিয়ে দারুণ ভাল আছেন এই দুই তারকা। একজন চুটিয়ে অভিনয় করছেন। অন্যজন তৈরি করছেন সিনেমা।