নতুন ওয়েব সিরিজ় আসছে করণ জোহরের। যে ধরনের অ্যান্থোলজিক্যাল ওয়েব সিরিজ়ে তিনি তৈরি করেন, সেরকমই আরকী।
সমাজের নানা স্তরের প্রেমকে এবং সেই প্রেম জড়িয়ে থাকা মানুষের সংগ্রামকে তুলে ধরতে চেয়েছেন করণ। এর জন্য ৬জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন করণ।
৬জন পরিচালক, যেমন অক্ষয় ইন্দিকার, অর্চনা ফাড়কে, কলিন ডি’কুনহা, হার্দিক মেহতা, শাজিয়া ইকবাল এবং বিবেক সোনি কাজ করেছেন সিরিজ়ে। সেই সিরিজ়েরই একটি গল্পে এক সমকামীর চরিত্রে বেছে নেওয়া হয় বাংলার এক ইনফ্লুয়ে়ন্সারকে।
সেই ইনফ্লুয়ে়ন্সারকে ফলো করেন করণ জোহর। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয় নিয়ে ভিডিয়ো তৈরি করেন এই ইফ্লুয়েঞ্জার। নিজের মতামত প্রকাশ করেন নিজের বিশেষ এক বাচনভঙ্গিতে।
সেই ইনফ্লুয়ে়ন্সারের নাম ঝিমল গুপ্ত। তিনি বাংলার জনপ্রিয় ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটার। অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়েছেন খুব। সোশ্যাল মিডিয়া খুললেই তাঁর ভিডিয়ো ভেসে আসে চোখের সামনে। এক মাথা কোঁকড়ানো চুল, বুদ্ধিদীপ্ত মুখ। আর ১০০ শতাংশ আত্মবিশ্বাস নিয়ে অনর্গল কথা বলে চলেন তিনি।
অতীতে TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝিলাম বলেছিলেন, “আমি ক্যামেরা ফেস করতে ভয় পেতাম। গ্রুপ ফটোতেও থাকতাম না। পালিয়ে যেতাম। ভাবতাম, আমাকে দেখতে খারাপ। এটা- সেটা মনে হত। এই ধরনের অনেক কথাই আমি শুনেছিলাম ছোট থেকে। তাই ইমোশনগুলো ভিতরে রয়ে গিয়েছে। করোনার সময়, মূলত লকডাউনে সকলকে দেখলাম নাচ-গান পোস্ট করছে। আমি তো নাচও পারি না, গানও পারি না। কথা বলা শুরু করলাম নানা বিষয়ে। মানুষের ভাল লাগল…”। সেই ঝিলামের অনুগামী সংখ্যা প্রায় ৬ লাখ।
এই ঝিলামই ডাক পেয়েছেন মুম্বইয়ে, এক্কেবারে করণ জোহরের অফিসে। গত বছরই শুটিং করেছেন। বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন অনেকদিন আগে। সিরিজ়ের এক সমকামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ৬টি গল্পের একটিতে তিনিই প্রধান চরিত্র।
আপ্লুত ঝিলম শনিবার একটি পোস্টে নিজের প্রাণের সেই উচ্ছ্বাসের কথা শেয়ার করে লিখেছেন, "'লাভ স্টোরিয়া' আমার প্রথম ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করার অভিজ্ঞতা। ধার্মা প্রোডাকশন্সের শাখা ধার্মাটিক এন্টারটেইনমেন্টের এটি একটি ডকু ফিকশন ওয়েব সিরিজ়, যার একটি এপিসোডে অভিনয় করেছি আমি। 'লাভ স্টোরিয়া' দেখতে পারবেন আমাজ়ন প্রাইম-এ"।