Tiger shroff Relationship: অবশেষে নিজেকে সিঙ্গলের তকমা দিলেন টাইগার, দিশা নয়- লক্ষ্যে কোন অভিনেত্রী, দিলেন ইঙ্গিতও
Relationship: দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই জল্পনা তুঙ্গে। টানা দেড় বছরের সম্পর্কের পর তাঁরা একে অন্যের সঙ্গে বিচ্ছেদের পথেই হেঁটেছিলেন।
1 / 5
নিঃসন্দেহে নয়। আর ঠিক সেই কারণেই টানটান লুক, অ্যাকশন ও স্টানিং তারা সুতারিয়া থাকা সত্ত্বেও হিরোপান্থি ২ ছবিটি বক্স অফিসে টিকলো না। রাতারাতি ফ্লপ।
2 / 5
টাইগার শ্রফ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই নিয়ে কোনও মন্তব্যই করবেন না। তবে টাইগারের এই বক্তব্যে জল ঢেলে তাঁর বোন জানিয়েছিলেন দিশার সঙ্গে পরিবারের সকলের সবকিছু ঠিকই আছে।
3 / 5
তবে এবার স্পষ্টই মুখ খুললেন টাইগার শ্রফ। জানিয়ে দিলেন, তিনি বরাবরই নাকি সিঙ্গলই। সম্পর্কে নেই টাইগার শ্রফ। সম্প্রতি কফি উইথ করণে এসে তেমনটাই জানান তিনি। আবার এও জানান যে শ্রদ্ধা কাপুরের প্রতি রয়েছে তাঁর বিশেষ দুর্বলতা।
4 / 5
হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!
5 / 5
এই স্টার জুটিকে দুই বাঘি সিরিজ়ে দেখা যায়। যদিও শ্রদ্ধা এই মর্মে জানিয়ে ছিলেন যে তিনি এই বিষয় কিছু-ই জানতেন না অতীতে। কোনওদিন তাঁকে কিছু জানতে দেওয়াই হয়নি।