কোয়েল থেকে ক্যাটরিনা , অঙ্কুশ, দেব, মিমি! কেমন হল সেলেবদের রং খেলা? দেখুন রঙিন অ্যালবাম

আকাশ মিশ্র |

Mar 14, 2025 | 5:43 PM

রং খেলায় মেতে উঠলেন তারকারা। কেউ মাখলেন আবির রং, কেউ আবার নানা রঙেই রাঙালেন নিজেদের। কেউ আবার সময় কাটালেন পরিবারের সঙ্গে। তবে সেলেবদের এবারের রং বাজি যে জমজমাট ছিল, তা কিন্তু সোশাল মিডিয়ায় উঁকি মারলেই বোঝা যাচ্ছে।

1 / 10
রং খেলায় মেতে উঠলেন তারকারা। কেউ মাখলেন আবির রং, কেউ আবার নানা রঙেই রাঙালেন নিজেদের। এই যেমন, টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক। সাদা পোশাকে আবির বন্দুক নিয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে। ছবি- ইনস্টাগ্রাম

রং খেলায় মেতে উঠলেন তারকারা। কেউ মাখলেন আবির রং, কেউ আবার নানা রঙেই রাঙালেন নিজেদের। এই যেমন, টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক। সাদা পোশাকে আবির বন্দুক নিয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে। ছবি- ইনস্টাগ্রাম

2 / 10
দোলের দিন পোষ্যদের সঙ্গে সময় কাটালেন মিমি চক্রবর্তী। মায়ের সঙ্গে বাড়িতে সারলেন দোল পূর্ণিমার পুজোও। ছবি- ইনস্টাগ্রাম

দোলের দিন পোষ্যদের সঙ্গে সময় কাটালেন মিমি চক্রবর্তী। মায়ের সঙ্গে বাড়িতে সারলেন দোল পূর্ণিমার পুজোও। ছবি- ইনস্টাগ্রাম

3 / 10
মা-বাবা, রুক্মিণী, বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে রং খেলায় মাতলেন দেব। রঘু ডাকাত অবতারেই  রং খেললেন টলিউডের সুপারস্টার। ছবি- ইনস্টাগ্রাম

মা-বাবা, রুক্মিণী, বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে রং খেলায় মাতলেন দেব। রঘু ডাকাত অবতারেই রং খেললেন টলিউডের সুপারস্টার। ছবি- ইনস্টাগ্রাম

4 / 10
রং খেলার ফাঁকে অঙ্কুশ-ঐন্দ্রিলার মিষ্টি প্রেম। দুজনেই দুজনের গালে মাখালেন রং। ছবি- ইনস্টাগ্রাম

রং খেলার ফাঁকে অঙ্কুশ-ঐন্দ্রিলার মিষ্টি প্রেম। দুজনেই দুজনের গালে মাখালেন রং। ছবি- ইনস্টাগ্রাম

5 / 10
রঙের দিনে সাদা পোশাকে নজর কাড়লেন যশ-নুসরত। রং খেলার মাঝে ক্যামেরার সামনে তাঁদের আদুরে পোজ। ছবি- ইনস্টাগ্রাম

রঙের দিনে সাদা পোশাকে নজর কাড়লেন যশ-নুসরত। রং খেলার মাঝে ক্যামেরার সামনে তাঁদের আদুরে পোজ। ছবি- ইনস্টাগ্রাম

6 / 10
 ছেলে সহজকে সঙ্গে নিয়েই প্রিয়াঙ্কা ও রাহুলের রং বাজি।  ছবি- ইনস্টাগ্রাম

ছেলে সহজকে সঙ্গে নিয়েই প্রিয়াঙ্কা ও রাহুলের রং বাজি। ছবি- ইনস্টাগ্রাম

7 / 10
 বেড়াতে গিয়েও আবির হাতে নিয়ে দোলের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ছবি- ইনস্টাগ্রাম

বেড়াতে গিয়েও আবির হাতে নিয়ে দোলের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ছবি- ইনস্টাগ্রাম

8 / 10
 হাতে রং বন্দুক, চারিপাশে রঙের প্য়াকট। একেবারে বিন্দাস মেজাজে অভিনেতা রোহন ভট্টাচার্য। ছবি- ইনস্টাগ্রাম

হাতে রং বন্দুক, চারিপাশে রঙের প্য়াকট। একেবারে বিন্দাস মেজাজে অভিনেতা রোহন ভট্টাচার্য। ছবি- ইনস্টাগ্রাম

9 / 10
সাদা ধুতি-পাঞ্জাবিতে হোলি পার্টিতে অভিনেত্রী মনামী ঘোষ। ছবি- ইনস্টাগ্রাম

সাদা ধুতি-পাঞ্জাবিতে হোলি পার্টিতে অভিনেত্রী মনামী ঘোষ। ছবি- ইনস্টাগ্রাম

10 / 10
 তবে শুধু টলিউডে নয়। বলিপাড়াতেও রঙের উৎসব। ভিকিকে সামনে পেয়ে মনভরে রং মাখালেন ক্যাটরিনা। ছবি- ইনস্টাগ্রাম

তবে শুধু টলিউডে নয়। বলিপাড়াতেও রঙের উৎসব। ভিকিকে সামনে পেয়ে মনভরে রং মাখালেন ক্যাটরিনা। ছবি- ইনস্টাগ্রাম