Vikram Bhatt: বিক্রম-শ্বেতাম্ভরীর বিয়ে, প্রকাশ্যে অদেখা ছবি…

Vikram Bhatt: বিক্রম জানিয়েছেন, ২০১৬-এ প্রথম শ্বেতাম্ভরীর সঙ্গে দেখা হয় তাঁর। তারপর তিন বছর তাঁরা ডেট করেছিলেন।

| Edited By: | Updated on: Oct 08, 2021 | 4:42 PM
২০২০-এর সেপ্টেম্বর। বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাট। পাত্রী শ্বেতাম্ভরী সোনি। এতদিন সেই বিয়ের কথা প্রকাশ্যে শেয়ার করেননি এই জুটি। অবশেষে দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে বিয়ের অদেখা ছবি।

২০২০-এর সেপ্টেম্বর। বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাট। পাত্রী শ্বেতাম্ভরী সোনি। এতদিন সেই বিয়ের কথা প্রকাশ্যে শেয়ার করেননি এই জুটি। অবশেষে দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে বিয়ের অদেখা ছবি।

1 / 7
বিক্রম-শ্বেতাম্ভরীর বিয়ের ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একেবারেই দুই পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তাঁরা। তাই কাছের মানুষ ছাড়া তাঁদের বিয়ের খবর সকলের জানা ছিল না।

বিক্রম-শ্বেতাম্ভরীর বিয়ের ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একেবারেই দুই পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তাঁরা। তাই কাছের মানুষ ছাড়া তাঁদের বিয়ের খবর সকলের জানা ছিল না।

2 / 7
এর আগে ছোটবেলার বন্ধু অদিতিকে বিয়ে করেছিলেন বিক্রম। সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে ছোটবেলার বন্ধু অদিতিকে বিয়ে করেছিলেন বিক্রম। সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।

3 / 7
বিক্রম জানিয়েছেন, ২০১৬-এ প্রথম শ্বেতাম্ভরীর সঙ্গে দেখা হয় তাঁর। তারপর তিন বছর তাঁরা ডেট করেছিলেন।

বিক্রম জানিয়েছেন, ২০১৬-এ প্রথম শ্বেতাম্ভরীর সঙ্গে দেখা হয় তাঁর। তারপর তিন বছর তাঁরা ডেট করেছিলেন।

4 / 7
বলিউডের সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা সোনির ছোট বোন শ্বেতাম্ভরী। বিক্রমের সঙ্গে বন্ধুত্ব, প্রেম এবং বিয়ের পর্ব ভাল ভাবেই সামলাচ্ছেন তিনি।

বলিউডের সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা সোনির ছোট বোন শ্বেতাম্ভরী। বিক্রমের সঙ্গে বন্ধুত্ব, প্রেম এবং বিয়ের পর্ব ভাল ভাবেই সামলাচ্ছেন তিনি।

5 / 7
এর আগে কখনও আমিশা পটেল, কখনও বা সুস্মিতা সেনের সঙ্গে বিক্রমের প্রেমের গসিপ ছিল ইন্ডাস্ট্রিতে। যদিও তা কোনও পক্ষই প্রকাশ্যে স্বীকার করেন না।

এর আগে কখনও আমিশা পটেল, কখনও বা সুস্মিতা সেনের সঙ্গে বিক্রমের প্রেমের গসিপ ছিল ইন্ডাস্ট্রিতে। যদিও তা কোনও পক্ষই প্রকাশ্যে স্বীকার করেন না।

6 / 7
বিক্রম এবং অদিতির মেয়ে কৃষ্ণা বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, “২৫ বছর আগে আমার বাবা, মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমি বাবা, মাকে আলাদা দেখেই বড় হয়েছি। আমার মনে হয় জীবন একটাই। ফলে যে যাতে খুশি থাকবে, তার সেটাই করা উচিত।”

বিক্রম এবং অদিতির মেয়ে কৃষ্ণা বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, “২৫ বছর আগে আমার বাবা, মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমি বাবা, মাকে আলাদা দেখেই বড় হয়েছি। আমার মনে হয় জীবন একটাই। ফলে যে যাতে খুশি থাকবে, তার সেটাই করা উচিত।”

7 / 7
Follow Us: