দু’গালে টোল, কানে পুচকি দুল, ‘হে বেবি’ ছবির সেই মিষ্টি বাচ্চা এখন কী করছে, কেমন দেখতে?
Heyy Babyy: কোথায় আছে 'হে বেবি'র সেই বেবি? যে বেবিকে ঘিরে এখনও মন নরম হয়ে যায় দর্শকের? কানে ছোট্ট দুটো দুল, দুটো গালে টোল, দু'গালে টোল নিয়ে দারুণ পারফর্ম করেছিল সে। অক্ষয় কুমার, বিদ্যা বালনদের মতো নামী তারকাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিল। সে এখন কোথায়? কী করছে?