
ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর। সময়ের সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে, ক্রমশ বেড়েছে রেলপথ। ছবি : Freepik

দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। রেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পণ্য সরবরাহ। ছবি : Freepik

এর মাধ্যমে শস্য থেকে গাড়ি, তেল নানা কিছুই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। মালগাড়ির গুরুত্ব অসীম। ছবি : PTI FILE

কিন্তু জানেন কি দেশে প্রথম কবে মালগাড়ি চলেছিল? কোথা থেকে কোথায়? একটু জেনে নেওয়া যাক! ছবি : Freepik

আমাদের দেশে প্রথম মালগাড়ি চলেছিল ২২ ডিসেম্বর ১৮৫১ সালে। অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকেই এই পর্ব শুরু। পরবর্তীতে আরও উন্নত হয়েছে পরিষেবা। ছবি : Freepik

প্রথম মালগাড়ি চলেছিল রুরকি থেকে পিরান কলিয়ার অবধি। এই এলাকা বর্তমানে উত্তরাখণ্ডে। ছবি : Freepik

প্রথম মালগাড়ির ইঞ্জিন আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। সেটি ছিল স্টিম ইঞ্জিন। মাত্র দুটি কোচ ছিল তাতে। রুরকি থেকে পিরান কলিয়ারে ৩৮ মিনিটেই পৌঁছেছিল। স্পিড ৭কিমি/ঘণ্টার মতো। ছবি : Freepik

দেশের প্রথম মালগাড়ি ব্যবহার হয়েছিল গঙ্গা ক্যানাল প্রকল্পের জন্য। সেই ট্রেনে করে মাটি এবং কনস্ট্রাকশনের সামগ্রী পরিবহণ করা হয়েছিল। ছবি : PTI FILE