Bangla NewsPhoto gallery When and between which two cities did India's first goods train start? Check detail in Photos
Goods Train: দেশে প্রথম কবে মালগাড়ি, কোথা থেকে কোথায় চলেছিল! জানেন?
First goods train: ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর। সময়ের সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে, ক্রমশ বেড়েছে রেলপথ। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। রেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পণ্য সরবরাহ। এর মাধ্যমে শস্য থেকে গাড়ি, তেল নানা কিছুই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। মালগাড়ির গুরুত্ব অসীম। কিন্তু জানেন কি দেশে প্রথম কবে মালগাড়ি চলেছিল? কোথা থেকে কোথায়?