প্রেমে প্রতারণা? কোন অভিনেতার জন্য আত্মহত্যা করতে চেয়েছিলেন রবিনা
Raveena Relationship Controversy: একাধিক সাক্ষাৎকারে সেই সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন তিনি অজয়ের সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারেননি। বারবার চোখের জলে ভেসেছিলেন। এখানেই শেষ নয়, তিনি জানেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেই রাতে।
1 / 8
রবিনা টন্ডনের সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্কের কথা কম বেশি সকলের জানা। বেশ কিছুদিন ধরে জমেছিল সেই রোম্যান্স। কিন্তু রবিনার জীবনে ঝড় তোলেন অন্য কেউ।
2 / 8
অন্য এক অভিনেতাকে ভালবেসে বেজায় ভেঙে পড়তে হয়েছিল রবিনাকে। কে তিনি জানেন? তিনি হলেন অজয় দেবগণ। অজয়কে মন দিয়েছিলেন তিনি।
3 / 8
একাধিক সাক্ষাৎকারে সেই সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন তিনি অজয়ের সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারেননি।
4 / 8
বারবার চোখের জলে ভেসেছিলেন। এখানেই শেষ নয়, তিনি জানেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেই রাতে। এমনকি সাহায্যও নিতে হয় তাঁকে।
5 / 8
নিজেকে সামলাতে তিনি সাহায্য নিয়েছিলেন মনোবিদের। যদিও এই সবটাই অস্বীকার করে গিয়েছিলেন অজয় দেবগণ। তিনি জানান এমন কিছুই নাকি ছিল না।
6 / 8
তবে রবিনার কথায়, তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন এই সম্পর্কের জন্য। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। তবে এই খবর নিয়ে বিন্দুমাত্র মুখ খুলতে চাননি অজয় দেবগণ।
7 / 8
যতবারই প্রশ্নের মুখে পড়েছিলেন, ততবারই এড়িয়ে গিয়েছিলেন তিনি এই বাস্তব। মানতে পারেননি তিনি, তাঁর বিষয় কেন এই ধরনের খবর রটছে।
8 / 8
এরপরই কাজলের গলায় মালা গিয়েছিলেন তিনি। রবিনা সেই সময় নিজেকে সামলাতে অনেকটা সময় নিয়েছিলেন। চলেছিল দীর্ঘ চিকিৎসাও।