Warren Buffett: কে হবেন বাফেটের ১০৭১৪০৮ কোটি টাকার উত্তরাধিকারী? বন্ধু বিল গেটস কি সম্পত্তির ভাগ পাবেন?
Warren Buffett: তাঁর সম্পত্তির মূল্য ১০৭১৪০৮ কোটি টাকা। কে পাবেন তাঁর সেই সম্পত্তি? বন্ধু বিল গেটস কি সম্পত্তির কোনও ভাগ পাবেন? খোলসা করলেন ধনকুবের শিল্পপতি ওয়ারেন বাফেট।
1 / 7
দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন আমেরিকার শিল্পপতি ওয়ারেন বাফেট। তাঁর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন পরিকল্পনা করেছেন।
2 / 7
বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ৯৪ বছরের বাফেট জানিয়ে দিলেন, তাঁর সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টকে দান করবেন। আর সেই ট্রাস্ট দেখভাল করবেন তাঁর তিন সন্তান।
3 / 7
বন্ধু বিল গেটসের ট্রাস্টকে কি কোনও সাহায্য করবেন? বাফেট জানিয়ে দিলেন, বিল গেটসের ট্রাস্টকে কোনও অনুদান দেওয়া হবে না।
4 / 7
বিল গেটসের ফাউন্ডেশন বিল অ্যান্ড মেলিন্ডা গেটসকে ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত ৩৯ বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছেন। বাফেট জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর বিল গেটসের ফাউন্ডেশনকে কোনও অনুদান দেওয়া হবে না।
5 / 7
বিনিয়োগকারী হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে বাফেটের। নামী নামী কোম্পানিতে বিনিয়োগ করেছেন তিনি। আর নিজে বার্কশায়ার হ্যাথওয়ের সিইও।
6 / 7
জানা গিয়েছে, তাঁর সম্পত্তির মূল্য ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ ৭১ হাজার ৪০৮ কোটি টাকা। ওই টাকাই তিনি ট্রাস্টকে দেবেন। আর সেই ট্রাস্ট চালাবেন তাঁর তিন সন্তান। সুজান অ্যালিস, হাওয়ার্ড গ্রাহাম এবং পিটার অ্যান্ড্রু। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, ট্রাস্টের টাকা কোথায় এবং কত খরচ করা হবে।
7 / 7
ওয়ারেন বাফেটের তিন সন্তান আলাদা আলাদা ট্রাস্ট চালান এখন। তাঁদের কাজে খুশি বাফেট। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন ধনকুবেরের এই সিদ্ধান্ত নিয়ে কন্যা সুজান বলেন, ট্রাস্টের উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। ওয়ারেন বাফেট এতদিন যেভাবে বিভিন্ন অনুদান দিয়েছেন, সেই পরম্পরাকে বজায় রাখা তাঁদের কর্তব্য হবে।