সন্তান আসার খবর জানিয়ে কেন সাদা পোশাকেই সামনে এলেন রণবীর-দীপিকা?
Deepika-Ranveer: অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এই জুটির মধ্যে সম্পর্কের সমীকরণটি কতটা মজবুত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় যখন প্রেমে আঘাত পেয়ে দীপিকা পাড়ুকোন নিজের পায়ের তলের মাটি খুঁজে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময় তাঁকে ভালবাসা উজাড় করে দিয়েছিলেন রণবীর সিং।
1 / 8
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, মাঝে মধ্যেই এই জুটিকে সাদা পোশাকে দেখতে পাওয়া যায়। সে বিয়ের মণ্ডপ হোক কিংবা কোনও বিশেষ অনুষ্ঠান।
2 / 8
এবার সন্তান আসার খবর প্রকাশ্যে আনার পরও তাদের দেখা গেল সাদা পোশাকে। অনেকেই তাই এবার প্রশ্ন তুলছেন এই জুটির সঙ্গে সাদার কী সংযোগ।
3 / 8
সাদা যে তাঁদের প্রিয় রং তা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দীপিকা পাড়ুকোন ও রণবীর কেন এই সাদা রং পরেন তার পিছনে কোনও বিশেষ কারণ আছে কি না এখনও পর্যন্ত রহস্য।
4 / 8
অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এই জুটির মধ্যে সম্পর্কের সমীকরণটি কতটা মজবুত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় যখন প্রেমে আঘাত পেয়ে দীপিকা পাড়ুকোন নিজের পায়ের তলের মাটি খুঁজে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময় তাঁকে ভালবাসা উজাড় করে দিয়েছিলেন রণবীর সিং।
5 / 8
প্রথমটাই বিশ্বাস করতে অবাক হলেও পরবর্তীতে দীপিকা মানতে বাধ্য হন, রণবীরই তাঁর জীবনের সেই বিশেষ ব্যক্তি। এরপর বাগদান সেরে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিদেশে উড়ে গিয়েছিল গোটা পরিবার।
6 / 8
ইতালিতে বসেছিল জমজমাট বিয়ের আসর। সেই বিয়ের আসর থেকে একাধিক ছবি সামনে আসলেও এই জুটি বিয়ে কীভাবে হয়, অন্দরমহলের ভিডিয়ো পাঁচ বছর ধরে সামনে আনেননি দীপিকা পাড়ুকোন।
7 / 8
তারপর তাঁদের সংসার জীবন শুরু। একে অপরের সঙ্গে দিব্যি সংসার করছেন তাঁরা। তবে মাঝে মধ্যেই সেলেবদের অন্দরমহলের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলে থাকে নেটপাড়া। যা নিয়ে চর্চা তুঙ্গে।
8 / 8
তবে বর্তমানে এই জুটি অপেক্ষায় পরিবারে নতুন সদস্যের। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা। সদ্য জানান সুখবর।