ভোটের টিকিট না পেয়ে কেঁদে ফেললেন ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম

sreejayee das

|

Updated on: Mar 05, 2021 | 6:20 PM

প্রার্থী তালিকায় নাম নেই। মমতার সাংবাদিক সম্মেলন শেষ হতেই বিস্ফোরক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বিঁধলেন’ ভাঙড়ের তাজানেতা আরাবুল ইসলাম। ক্যামেরার সামনে রীতিমতো কান্নাকাটিও করতে শোনা গেল তাঁকে। ফেসবুকে তিনি লিখেছেন, “তৃণমূলে আমার প্রয়োজন ফুরলো”।   

প্রার্থী তালিকায় নাম নেই। মমতার সাংবাদিক সম্মেলন শেষ হতেই বিস্ফোরক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বিঁধলেন’ ভাঙড়ের তাজানেতা আরাবুল ইসলাম। ক্যামেরার সামনে রীতিমতো কান্নাকাটিও করতে শোনা গেল তাঁকে। ফেসবুকে তিনি লিখেছেন, “তৃণমূলে আমার প্রয়োজন ফুরলো”।

 

Published on: Mar 05, 2021 05:38 PM