শুভেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে কী বললেন চন্দ্র বসু?
EXCLUSIVE চন্দ্র বসু, শুধু মাত্র টিভি নাইন বাংলায়।
তৃণমূল ভাঙিয়ে বাড়ছে বিজেপি। এতদিন যে শুভেন্দুর বিরোধিতা করে সুর চড়িয়েছেন, এখন তিনিই নেতা। তাঁর ‘নেতৃত্বেই লড়াই’। দলের এই স্ট্র্যাটেজি নিয়ে খোলামেলা সওয়াল জবাবে নেতাজি পরিবারের সদস্য তথা রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্র বসু। দেখুন EXCLUSIVE চন্দ্র বসু, শুধু মাত্র টিভি নাইন বাংলায়।
Latest Videos