‘মমতার স্বাস্থ্য সাথী কার্ড’ নিলেন দিলীপ ঘোষের ভাই হীরক
EXCLUSIVE হীরক ঘোষ, শুধু মাত্র টিভি নাইন বাংলায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাই হীরক ঘোষ এবং তাঁর গোটা পরিবারকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত করতে। গোপিবল্লভপুর ২ মণ্ডলের বিজেপি সভপতি হীরক বাবু। কিন্তু কেন এই পদক্ষেপ?