লড়বেন না সূর্য, শাবনিতে প্রার্থী সুশান্ত?

ishita marick

|

Updated on: Mar 04, 2021 | 1:21 AM

সূত্রের খবর, বুধবার সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশিত হবে ( CPIM )।

একুশের ভোটে প্রার্থী হচ্ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সূত্রের খবর, বুধবার সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। বাম অলিন্দে গুঞ্জন, এবার সিপিএমের প্রার্থী তালিকায় তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাছাড়া সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তবে গড়বেতার বদলে এবার শালবনী থেকে প্রার্থী হবেন তিনি, এমনটাই খবর সূত্রের। আর সুশান্ত ঘোষের গড় বলে পরিচিত গড়বেতায় এবার প্রার্থী হচ্ছেন তপন বোস।

 

 

 

 

Published on: Mar 02, 2021 07:58 PM