AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুলাম নবি আজ়াদের ফেয়ারওয়েল স্পিচ: রাজ্যসভার বিরোধী দলনেতার প্রশংসায় প্রধানমন্ত্রী

সৌরভ পাল

|

Updated on: Feb 09, 2021 | 12:50 PM

Share

‘এটাই তো গণতন্ত্রের স্পিরিট’, চোখে মুখে আবেগ নিয়ে বিরোধী দলের সাংসদের বিদায়ী ভাষণে যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী।

গুলাম নবি আজ়াদের বিদায়কালে বিরল নজিরের সাক্ষী থাকল সংসদের উচ্চকক্ষ। সৌজন্যে মোদীর সৌজন্যতা। নবির বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে, কথা বলতে বলতে জড়িয়ে আসে নমোর গলা। চোখের কোণে চিকচিক করে অশ্রু। ‘বন্ধুকে’ বিদায় দিলেন চোখের জলে, স্যালুট জানিয়ে। বহুক্ষেত্রে গুলাম নবি আজ়াদের কথা শুনেই পদক্ষেপ করেছেন তিনি, একথাও বললেন প্রধানমন্ত্রী। আজ়াদের বক্তব্য ফিরিয়ে এনে মোদী মনে করালেন, বিবাদ-মতভেদ থাকলেও সংসদের সবাই একটি পরিবারের মতো থাকেন। ‘এটাই তো গণতন্ত্রের স্পিরিট’, চোখে মুখে আবেগ নিয়ে বিরোধী দলের সাংসদের বিদায়ী ভাষণে যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী।