‘তৃণমূল যা বলে তাই করে’, সাড়ে ৪ হাজার চা শ্রমিককে বাড়ির বরাদ্দ পত্র মমতার
চা শ্রমিকদের উন্নয়নে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটায় গিয়ে সাড়ে ৪ হাজার চা শ্রমিককে বাড়ির বরাদ্দপত্র তুলে দিলেন তিনি। একই সঙ্গে বিঁধলেন বিজেপিকেও। ‘এত জন বিধায়ক আছেন, উত্তরবঙ্গে কত কাজ করেছেন তাঁরা? উত্তর দিন আপনারাই।’ ফালাকাটার (Falakata) মঞ্চে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, “চা বাগান নিয়ে অনেকে অনেক কিছু বলে, […]
চা শ্রমিকদের উন্নয়নে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফালাকাটায় গিয়ে সাড়ে ৪ হাজার চা শ্রমিককে বাড়ির বরাদ্দপত্র তুলে দিলেন তিনি। একই সঙ্গে বিঁধলেন বিজেপিকেও। ‘এত জন বিধায়ক আছেন, উত্তরবঙ্গে কত কাজ করেছেন তাঁরা? উত্তর দিন আপনারাই।’ ফালাকাটার (Falakata) মঞ্চে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, “চা বাগান নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু করে না। ভোটের জন্য চা বাগানে নজর পড়েছে অনেকের।” এরপরই তিনি বলেন, “তৃণমূল যা বলে তাই করে। এত জন বিধায়ক নিয়ে উত্তরবঙ্গে কী করেছে বিজেপি?” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, “চা সুন্দরী প্রকল্পে ৩ বছরের মধ্যে গৃহহীনরা ঘর পাবেন। ফালাকাটা ময়নাগুড়িতে হবে নতুন পুরসভা।”
Published on: Feb 02, 2021 05:43 PM