একটা লাইন বাংলা বলে বাংলার মন জয় করা যায় না, মোদীকে আক্রমণ মমতার

Debasmita Chakraborty

|

Updated on: Feb 24, 2021 | 6:00 PM

তৃণমূল নেত্রী এদিনের সভা থেকে মূলত ত্রিমুখী আক্রমণ শানান।

সোমবারই ডানলপে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৮ ঘণ্টার মধ্যে সেই মাঠেই সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এদিনের সভা থেকে মূলত ত্রিমুখী আক্রমণ শানান। প্রথমত কয়লা কাণ্ড নিয়ে মমতার পরিবারকে জড়ানো হয়েছে বলে বিজেপিকে পাল্টা তোপ দাগলেন তিনি। দীর্ঘদিন ধরে বন্ধ ডানলপ কারখানা। ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী কোনও সুখবর দেন কিনা সেদিকে তাকিয়ে ছিলেন শ্রমিকরা। কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্যে সেরকম কোনও ঘোষণা উঠে আসেনি। এবার মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে সেই কারখানা বন্ধের ইস্যু দিয়ে কেন্দ্রকে নিশানা করলেন। পাশাপাশি এবারের বিধানসভা ভোটে আড়াআড়ি ভাগ দেখা গিয়েছে বিশিষ্ট ও তারকা মহলে। মমতার সভায় এদিন একঝাঁক শিল্পী, তারকা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলে যোগ দিলেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, মানালি দে-সহ এক ঝাঁক তারকা। মমতা বললেন, হুগলি আজ মিলন তীর্থ।

Published on: Feb 24, 2021 05:59 PM