বুদ্ধদেব ভট্টাচার্য সৎ রাজনীতিবিদ, কেউ তাঁর সাদা কাপড়ে কালি ছিটিয়ে দেখাক তো: মিঠুন চক্রবর্তী
TV9 বাংলার সিইও বরুণ দাসের মুখোমুখি হয়ে খোলা মনে সব নিয়ে আড্ডা দিলেন মহাগুরু (Mithun Chakraborty)।
৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই তিনিই বঙ্গ রাজনীতির ‘হট ফেবারিট’। তবে নতুন রাজনৈতিক যাত্রা শুরু হওয়ার পর থেকেই ঘনঘন রংবদলের কারণে বিরোধীদের কটাক্ষ সহ্য করতে হয়ছে ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। তিনি নিজে কীভাবে দেখছেন এই বিষয়টি? TV9 বাংলার সিইও বরুণ দাসের মুখোমুখি হয়ে খোলা মনে আড্ডা দিলেন মহাগুরু।
Published on: Mar 10, 2021 04:30 PM