West Bengal Assembly Election 2021: সোমবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা

Debasmita Chakraborty

| Edited By:

Updated on: May 27, 2021 | 2:23 PM

১২ সদস্যের নির্বাচনী কমিটি আগামিকালই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে খবর।

সোমবার দুপুর ১২ টায় নির্বাচনী কমিটির বৈঠক ডাকলো তৃণমূল। ১২ সদস্যের নির্বাচনী কমিটি আগামিকালই প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে খবর। সূত্রের খবর, ছত্রধর মাহাতো, উমা সোরেন যেমন এবার প্রার্থী হতে পারেন, তেমনি তারকা চমকও থাকছে তৃণমূলের প্রার্থী তালিকা। জানা গিয়েছে, কৌশানি মুখার্জি, সুদেষ্ণা রায়ের মতো চলচ্চিত্র তারকা ও পরিচালক যেমন রয়েছেন। তেমনি থাকতে পারেন প্রাক্তন ক্রিকেটার ও ফুটবলারও। এছাড়া কলকাতা পুরসভার কয়েকজন প্রবীণ কাউন্সিলার এবং এক প্রাক্তন আমলা থাকতে পারেন প্রার্থী তালিকায়।

 

Published on: Feb 28, 2021 10:36 PM