বেহালার পুজোর কমিটিগুলি এক ছাতার তলায় অনেকদিন। নাম বিএসএস স্পোর্টিং ক্লাব। পুরো নাম, বেহালা সংস্কৃতি সম্মিলনী স্পোর্টিং ক্লাব। পুজোর সময় যেমন বেহালা নতুন দল থেকে দেবদারু ফটকের পুজো আপনারা দেখতে যান, সেই সব কমিটিই এই ছাতার তলায়। প্রতিটি কমিটি নিজেদের মত ভাগ করে নিয়েছে নিজেদের দায়িত্ব এই করোনা মোকাবিলায়।
মেদিনীপুরের পট শিল্পীরা এবার ভোট নিয়ে গান বাঁধলেন।পট আঁকলেন। কলকাতায় এসে দেখিয়ে গেলেন সে পট। দিদি মোদী দুজনেই আছেন ভোটের কথকতায়। পিংলার গ্রামের পটগান খ্যাতি পেয়েছে বিশ্বজুড়ে। সেই গানে উঠে আসে সমাজের ছবি । এই সময়ে ভোটে রাজনীতির পট পরিবর্তনের সময় । এই সময় ওরা কি চুপ করে থাকতে পারেন? তাই ওদের হাতেও উঠেছে তুলি […]