
গ্রহের রাজা সূর্যদেবকে উৎসর্গ করেই প্রতি বছর পালিত হয় মকর সংক্রান্তি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পবিত্র মকর সংক্রান্তি পালিত হবে আগামী ১৫ জানুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্ঘ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ দিনে সূর্য দেবতাকে পুজো করে, গঙ্গায় স্নান করে, বা বাড়ির কাছে যে কোনও নদীতে ডুব দিয়ে সূর্য়প্রনাম করা উচিত। তাতে তুষ্ট হয়ে সূর্য়দেবতা অপার আশীর্বাদ বর্ষণ করেন।
হিন্দুধর্ম মতে, মকর সংক্রান্তির দিন বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। জল নিবেদনের আগে জলে লাল ফুল, লাল চন্দন ও গুড় মিশিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। এই পদ্ধতিতে উপাসনা করলে সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। কারণ মকর সংক্রান্তির দিন থেকে খরমাস শেষ হয়, তাই মকর সংক্রান্তির দিন সূর্য মন্ত্র জপ করা উচিত। মকর সংক্রান্তির দিনে রাশি অনুযায়ী সূর্য মন্ত্র জপ করলে আশানুরূপ ফল পাবেন।
রাশিচক্র অনুসারে সূর্য মন্ত্র…
মেষ রাশি: ওম অচিন্তায় নমঃ
বৃষ রাশি: ওম অরুণায় নমঃ
মিথুন রাশি: ওম আদি-ভূতায় নমঃ
কর্কট রাশি: ওম বাসুপ্রদায় নমঃ
সিংহ রাশি: ওম ভানভে নমঃ
কন্যা রাশি: ওম শান্তায় নমঃ
তুলা রাশি: ওম ইন্দ্রায় নমঃ
বৃশ্চিক রাশি: ওম আদিত্যায় নমঃ
ধনু রাশি: ওম শরবায় নমঃ
মকর রাশি: ওম সহস্র কিরণায় নমঃ
কুম্ভ রাশি: ওম ব্রহ্মণে দিবাকর নমঃ মীনঃ ওম জয়েন নমঃ
সূর্যের বৈদিক মন্ত্র
“ওঁ শ্রীসূর্যায় নমঃ, হ্রীঁ হ্রীঁ সঃ, ঠ্রিঁ হ্র্যৌঁ উঁ ঠ্রিঁ, আদিত্যায় বিদ্মহে মার্তণ্ডায় ধীমহি। তন্নঃ সূর্য্যঃ প্রচোদয়াৎ
কী ভাবে সূর্য দেবতার মন্ত্র জপ করবেন?
ভক্তদের মনের ইচ্ছা পূরণের জন্য ও সুযোগ-সুবিধা পেতে রুদ্রাক্ষের জপমালা বা লাল চন্দন জপমালা ব্যবহার করতে পারেন। এছাড়া সূর্যদেবের সবচেয়ে প্রিয় রঙ হল লালা, পুজোর সময় লাল ফুল ও লালা চন্দন নিবেদন করা দরকার।