Hanuman Jayanti 2025: হাতে মাত্র কয়েক ঘণ্টা, এই কাজ করলেই নিপাত যাবে আপনার শত্রু
হনুমানজির জন্মতিথি হিন্দুধর্মে এক অত্যন্ত পবিত্র দিন হিসেবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আজকের দিনে বেশ কিছু কাজ করলে জীবনে আসা সকল বাধা-বিপত্তি দূর হয়।

শক্তি, সাহস ও বিশ্বাসের প্রতীক হনুমানজি। সংকটংমোচন বলেও তাঁকে ডাকেন ভক্তরা। আজ ১২ এপ্রিল, দেশজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। হনুমানজির জন্মতিথি হিন্দুধর্মে এক অত্যন্ত পবিত্র দিন হিসেবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আজকের দিনে বেশ কিছু কাজ করলে জীবনে আসা সকল বাধা-বিপত্তি দূর হয়। নেতিবাচক শক্তি জীবনে প্রভাব ফেলতে পারে না। মানসিক ভাবে বিপর্যস্ত, দুর্বল ব্যক্তিরা সাহস ও উদ্যম পান।
নিম্নে এক ঝলকে দেখে নিন এমন দিনে কোন কোন কাজ করা উচিত—
১. হনুমানজির আশীর্বাদ পেতে হলে আজকের দিনে হনুমান চালিশা পাঠ করতে পারেন। সম্ভব হলে ১১ বার হনুমান চালিশা পাঠ করলে ভালো।
২. মন্দিরে হনুমানজির সামনে ৬টি ঘি-এর প্রদীপ জ্বালাতে পারেন। এ কাজ করলে জীবনের দুঃখ-কষ্ট কমে যায়।
৩. ব্রত এবং দান করতে পারেন। আজকের দিনে দান করলে ফল বহুগুণ বেড়ে যায়। রক্তদান ও লাল কাপড় দান করলে বেশি ফল মেলে।
৪. নৈবেদ্য হিসেবে গুড়, বোঁদের লাড্ডু, ছোলা দিতে পারেন বজরংবলীকে।
৫. হনুমান জয়ন্তীতে শক্তি, সাহস পেতে হলে রুদ্রাক্ষ বা হনুমান কবচ পরতে পারেন।
৬. আজকের দিনে ‘জয় হনুমান’ জপ করতে পারেন। বা ‘রামদূত’ মন্ত্র জপ করতে পারেন।
৭. হনুমান জয়ন্তীর দিন রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন। তাতে হনুমানজি সন্তুষ্ট হন।
৮. পবনপুত্রের পছন্দ সিঁদুর ও জুঁই তেল। সংকট থেকে মুক্তি পেতে হনুমানজিকে এগুলো অর্পন করতে পারেন।
৯. বলা হয়, বজরংবলীর পুজোতে তুলসী ও অশ্বত্থ পাতা দেওয়া হলে ভক্তদের উপর হনুমানজি খুশি হন।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
