২৫ডিসেম্বর কেন তুলসী গাছকে পুজো করবেন? এর নেপথ্যে রয়েছে কোন বিশ্বাস?

তবে গত কয়েক বছর ধরে ভারতে এই দিনটিতে আরও একটি বিশেষ দিন পালিত হচ্ছে, তা হলো ‘তুলসী পূজন দিবস’। হিন্দু ধর্মে তুলসী কেবল একটি সামান্য গাছ নয়, বরং তাঁকে ‘মা' হিসেবে গণ্য করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসীকে ‘হরিপ্রিয়া’ও বলা হয়।

২৫ডিসেম্বর কেন তুলসী গাছকে পুজো করবেন? এর নেপথ্যে রয়েছে কোন বিশ্বাস?

|

Dec 24, 2025 | 3:37 PM

আগামীকাল ২৫ ডিসেম্বর। প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন উৎসব পালিত হবে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। তবে গত কয়েক বছর ধরে ভারতে এই দিনটিতে আরও একটি বিশেষ দিন পালিত হচ্ছে, তা হলো ‘তুলসী পূজন দিবস’। হিন্দু ধর্মে তুলসী কেবল একটি সামান্য গাছ নয়, বরং তাঁকে ‘মা’ হিসেবে গণ্য করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসীকে ‘হরিপ্রিয়া’ও বলা হয়।

শাস্ত্র মতে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। তাই নিয়মিত তুলসী পূজা করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু কেন ২৫ ডিসেম্বর দিনটিকেই তুলসী পূজার জন্য বেছে নেওয়া হল? আসুন জেনে নেওয়া যাক এর ইতিহাস।

কবে পালন করা হবে তুলসী পূজন দিবস?

পঞ্জিকা অনুসারে, এই বছর ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ‘তুলসী পূজন দিবস’ পালিত হবে। যদিও পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি আজ সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাচ্ছে, তবে উদয়া তিথি মেনে আগামীকালই এই বিশেষ দিনটি উদযাপন করা হবে।

কবে থেকে শুরু হলো এই রীতি? বড়দিনের উৎসবের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরে ‘তুলসী পূজন দিবস’ পালনের সূচনা হয়েছিল ২০১৪ সালে। ভারতের সাধু-সন্তরা তুলসীর ধর্মীয় ও ঔষধি গুরুত্ব বিচার করে এই দিনটিকে পূজার জন্য নির্ধারিত করেন। এর পর থেকেই প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনে তুলসী মাতার বিশেষ আরাধনা করে আসছেন। মনে করা হয়, এই দিনে ভক্তিভরে পূজা করলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে কখনও ধন-ধান্যের অভাব হয় না।

কীভাবে পালিত হয় এই দিনটি?

২৫ ডিসেম্বর ঘুম থেকে উঠে সকালে তুলসী মঞ্চ বা টব পরিষ্কার করতে হবে।

অনেকে শ্রদ্ধাভরে তুলসীর টবটিকে বিভিন্ন রঙ বা আল্পনা দিয়ে সাজিয়ে তোলেন।

সন্ধ্যায় শুভ মহূর্তে নিয়ম মেনে তুলসী মাতার পূজা করা হয়।

পূজার সময় তুলসী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

মাতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হয়।

ভোগ হিসেবে মিষ্টি বা পায়েস নিবেদন করা হয় এবং শেষে তুলসী গাছকে প্রদক্ষিণ করার রীতি রয়েছে।