Vaastu Tips: আর্থিক কষ্ট, ব্যক্তিগত জীবনে অশান্তি লেগেই আছে? রোজের কোন সাধারণ ভুলে এমনটা হচ্ছে জানেন?
Vaastu Tips: বাস্তু শাস্ত্র বলছে সব সময় বাথরুমের দরজা বন্ধ রাখা উচিত। নাহলে কী কী কুপ্রভাব পড়তে আপনার জীবনে, জানেন?

বাথরুমের কাজ সারা হয়ে গেলে বাথরুম থেকে বেরিয়ে আসার পরে সেই দরজা বন্ধ করতেই ভুলে যাই অনেকেই। অনেকেই আবার বাথরুমের দরজা ইচ্ছে করেই খুলে রাখেন। আপাতদৃষ্টিতে বিষয়টিকে যার যার ব্যক্তিগত পছন্দ বলে মনে হলেও, ব্যপারটি কিন্তু অতটাও সহজ নয়। বাথরুমের দরজা সব সময় খোলা থাকলে তা কিন্তু আপনার জীবনে ডেকে আনতে পারে চরম দুর্ভাগ্য। বাস্তু শাস্ত্র বলছে সব সময় বাথরুমের দরজা বন্ধ রাখা উচিত। নাহলে কী কী কুপ্রভাব পড়তে আপনার জীবনে, জানেন?
১। বাড়িতে পুজো পাঠ আচার অনুষ্ঠান ঠিক করার পরেও যদি শুভ ফল না পান তাহলে কিন্তু এর পিছনে থাকতে পারে বাথরুমের দরজা খুলে রাখার অভ্যাস। বাস্তু শাস্ত্র বলছে বাথরুম থেকে নেগেটিভ এনার্জি নিগত হয়। তা আপনার জীবনে কুপ্রভাব ফেলে।
২। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হঠাৎ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে তার পিছনেও থাকতে পারে এই বাথরুমের দরজা খুলে রাখা।
৩। বাথরুমের দরজা সব সময় খোলা থাকলে ভীষণ ভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। আর্থিক উন্নতি সহজে হয় না। হাতে টাকা থাকতে চায় না।
৪। সন্তানদের ক্ষেত্রেও অশুভ প্রভাব বিস্তার করে। হাজার পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার ফল আশানুরূপ পাওয়া যায় না।
৫। বাথরুমের দরজা খোলা থাকলে বাথরুমের ভিতরের নেগেটিভ এনার্জি ঘরের পজিটিভ এনার্জিকে নষ্ট করে দেয়। এর ফলে বাড়ির বাসিন্দাদের মধ্যে অশুভ প্রভাব পড়তে থাকে। যা তাঁদের কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। তাই বাড়িতে সব সময় সৌভাগ্য, সমৃদ্ধি বজায় রাখতে হলে বাথরুমের দরজা বন্ধ রাখুন।





