সপ্তাহের এই দিন যেন ভুলেও উথলে না পড়ে দুধ! না হলেই নিঃস্ব হতে পারেন আপনি
Astro Tips: হিন্দু ধর্ম মতে শুভ কাজ করতে গেলে প্রায় সবেতেই দুধ প্রয়োজন হয়। অন্যান্য ধর্মেও দুধকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রমতে, দুধ উথলে যাওয়া ও পুড়ে যাওয়ার ঘটনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

বাড়িতে যখন নববধূ আসে তখন তাঁকে দুধ উথলে পড়ে যাওয়া দেখতে হয়। এটা এক পুরনো নিয়ম। বিশ্বাস, বাড়ির বউ বাড়ির লক্ষ্মী, এবং দুধ উথলে পড়লে সংসারে আর কখনও অভাব হয় না। সম্পদ-প্রতিপত্তি, সমৃদ্ধি বজায় থাকে। হিন্দু ধর্ম মতে শুভ কাজ করতে গেলে প্রায় সবেতেই দুধ প্রয়োজন হয়। অন্যান্য ধর্মেও দুধকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রমতে, দুধ উথলে যাওয়া ও পুড়ে যাওয়ার ঘটনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
যদি বলি সপ্তাহের বিশেষ এক সময় এই দুধ উথলে পড়াই কিন্তু চরম অমঙ্গলের ইঙ্গিত দেয়। বাস্তুশাস্ত্র মতে, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অতিপ্রয়োজনীয় জিনিস বা ঘটনার শুভ ও অশুভ প্রভাব পড়ে। ধর্মীয় নীতিতে. সপ্তাহের প্রতিটি দিনের নিরিখে বেশ কিছু বিধান উল্লেখ রয়েছে।
বাস্তু শাস্ত্র বলছে সপ্তাহের বুধবার করেযদি বারবার দুধ উথলে যায় তাহলে বুঝতে হবে এটি একটি অশুভ ইঙ্গিত। লক্ষ্মী আপনার সংসার ছেড়ে চলে যাচ্ছেন। যার ফলে বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। দারিদ্র্যের ইঙ্গিত এটি।
একই ভাবে দুধ ফুটে গিয়ে পুড়ে গেলেও তা ভালো লক্ষণ নয়। অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত। মাঝে মাঝে এমন ঘটনা ঘটলে কোনও সমস্যা নেই। তবে বার বার দুধ উথলে আভেনে ছড়িয়ে গেলে বা পুড়ে গেলে সাবধান হোন এখনই। খারাপ দিন শুরু হতে বেশি সময় লাগবে না।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধবার দুধ পুড়ে যাওয়াকে ভীষণ অশুভ বলে চিহ্নিত করা হয়। তাতে চাকরি বা ব্যবসায় প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়। আর্থিক উন্নতিও থমকে যায়। বাস্তুমতে, বুধবার টাকা লেনদেন বা ধার করা থেকে এড়িয়ে চলুন। চরম অনুকূল পরিস্থিতি হলে, সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরেই লেনদেন করুন।





