
অন্ধকার, রহস্য আর অতিপ্রাকৃত জগতের সঙ্গে বাদুড়ের সখ্য দীর্ঘদিনের। পপ কালচার বা ভৌতিক সিনেমায় বাদুড়কে নেতিবাচকভাবে দেখানো হলেও, স্বপ্নের জগতে এই নিশাচর স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি মধ্যে রয়েছে গভীর তাৎপর্য। স্বপ্ন-বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে বাদুড় দেখা মানেই তা ভয়ের কিছু নয়, বরং এটি আপনার জীবনের আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
স্বপ্নতত্ত্ব অনুযায়ী, স্বপ্নে বাদুড় দেখার অর্থ হতে পারে— আপনার অবচেতন মন আপনাকে নিজের অন্তর্দৃষ্টি বা ‘গাট ফিলিং’-এর ওপর ভরসা করতে বলছে। জীবনের কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তি-তর্কের চেয়ে নিজের মনের কথা শোনা এখন বেশি জরুরি।
সাধারণত, বাদুড়কে অন্ধকারের প্রতীক ধরা হয়। যদি স্বপ্নে আপনি বাদুড় দেখে আতঙ্কিত হন, তবে তা আপনার বাস্তব জীবনের মানসিক চাপের প্রতিফলন হতে পারে। কর্মক্ষেত্রে কোনও প্রজেক্টের চাপ বা প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য থেকে তৈরি হওয়া উদ্বেগ আপনার স্বপ্নে এভাবে ধরা দিতে পারে। কখনও কখনও এটি কাছের মানুষের বিশ্বাসভঙ্গ বা আসন্ন বিপদের আগাম সতর্কবার্তারও ইঙ্গিত দেয়।
বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা উড়তে পারে। স্বপ্নে বাদুড়কে উড়তে দেখা আপনার জীবনের বড় কোনও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলে। আপনি হয়তো বর্তমান পেশা বদলাতে চাইছেন অথবা নতুন কোনও শহরে থিতু হতে চাইছেন। উড়ন্ত বাদুড় ইঙ্গিত দেয় যে, সামনে আসা নতুন সুযোগ গুলোকে গ্রহণ করার সময় এসে গিয়ছে।
বাদুড় নিশাচর। দিনের আলোয় তারা লুকিয়ে থাকে আর রাতে সক্রিয় হয়। স্বপ্নে রাতে বাদুড় দেখা যাওয়ার মানে হল, আপনার মনের গভীরে লুকিয়ে রাখা কোনও চিন্তা বা অনুভূতি এখন প্রকাশ্যে আসতে চাইছে। হতে পারে কর্মক্ষেত্রে প্রাপ্য সম্মান না পাওয়ার ক্ষোভ কিংবা বন্ধুত্বের ফাটল যা আপনি এতদিন চেপে রেখেছিলেন, তা নিয়ে এবার কথা বলার সময় হয়েছে।
বাদুড়ের দৃষ্টিশক্তি খুব একটা প্রখর নয়, তারা শব্দের ওপর বেশি নির্ভরশীল। স্বপ্নে যদি দেখেন কোনও বাদুড় দিকভ্রান্ত হয়ে এদিক-ওদিক ধাক্কা খাচ্ছে দেখে থাকেন, তাহলে বুঝবেন বাস্তব জীবনেও আপনি কোনও বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এটি আপনার কেরিয়ার বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও হতে পারে। এই স্বপ্নটি আসলে একটি ইঙ্গিত।
( এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং স্বপ্ন তত্ত্ব থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে লেখা। টিভি৯ বাংলা এর সত্যতা নিশ্চিত করে না।)