Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salt: রান্নাঘরে কোন পাত্রে নুন রাখেন? সঠিক ভাবে না রাখলে কিন্তু আসন্ন বড় বিপদ

Salt: জ্যোতিষ শাস্ত্র বলছে, ঘরে সঠিক ভাবে জ্যোতিষ নিয়ম মেনে নুন রাখলে তা ইতিবাচক শক্তি সঞ্চার করে ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

Salt: রান্নাঘরে কোন পাত্রে নুন রাখেন? সঠিক ভাবে না রাখলে কিন্তু আসন্ন বড় বিপদ
জানেন রান্নাঘরে কী ভাবে নুন রাখা উচিত? Image Credit source: Aleksandr Zubkov
Follow Us:
| Updated on: Dec 13, 2024 | 6:19 PM

নুন রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। সঠিক পরিমাণে না দিলে সেই রান্না মুখে তোলা যায় না। বেশি হলেও মুশকিল, কম হলেও মুশকিল! আবার জ্যোতিষ শাস্ত্র বলছে নুন যদি ঘরের সঠিক জায়গায় রাখা না হয়, তাহলে কিন্তু জীবনে নেমে আসে চরম অশান্তি। আর্থিক কষ্ট থেকে, জীবনে অশান্তি, প্রেমে বাঁধা, দাম্পত্য কলহ অনেক কিছুর কারণ হয়ে উঠতে পারে এই নুন। জানেন রান্নাঘরে কী ভাবে নুন রাখা উচিত? কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

জ্যোতিষ শাস্ত্র বলছে, ঘরে সঠিক ভাবে জ্যোতিষ নিয়ম মেনে নুন রাখলে তা ইতিবাচক শক্তি সঞ্চার করে ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

জ্যোতিষ শাস্ত্র বলছে কোনও ধাতব পাত্রে নুন রাখা উচিত নয়। নুন সবসময় কাঁচের পাত্রে রাখা উচিত। এতে ঘরে সুখ শান্তি থাকে এবং অর্থের অভাব হয় না।

বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়, তাহলে তা কাটাতে সাহায্য করবে নুন। বাথরুমে একটি কাঁচের বাটিতে সামুদ্রিক নুন রেখে দিন।

আর্থিক সংকট দূর করার জন্য রয়েছে অন্য পদ্ধতি। একটি কাঁচের বাটিতে দু চামচ নুন এবং চার থেকে পাঁচটি লবঙ্গ নিয়ে তা ঘরের এমন কোণায় রেখে দিন যাতে তা অন্য কারও নজরে না আসে। বাস্তু শাস্ত্র মতে এই টোটকা করলে অর্থ কষ্ট দূর হবে।

মানসিক চাপ কাটিয়ে, ইতিবাচক শক্তির প্রবাহ বাড়াতে চাইলে, নুন অব্যর্থ। স্নানের জলে এক চিমটে নুন গুলে নিন। সেই জলে স্নান করুন।

পরিবারের মধ্যে প্রতিদিন ঝগড়া অশান্তির হাত থেকে রক্ষা পেতে চাইলে, কাজে আসে বিট নুন। ঘর মোছার বালতিতে এক চিমটে কালো নুন ফেলে দিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন। দেখবেন পারিবারিক কলহের সমস্যা দূর হবে।