AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lizard Falling on Body: শুধু পড়লেই হবে না, এই তিথিতে টিকটিকি পড়লে তবেই মিলবে শুভ ফল!

Astro Tips: জ্যোতিষশাস্ত্র এবং ভবিষ্যদ্বাণীতে টিকটিকি সম্পর্কিত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি উল্লেখ করা হয়েছে। টিকটিকিকে ভয় পাওয়া স্বাভাবিক কারণ। কেউ কেউ টিকটিকি দেখলে এতটাই ভয় পান যে বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান।

Lizard Falling on Body: শুধু পড়লেই হবে না, এই তিথিতে টিকটিকি পড়লে তবেই মিলবে শুভ ফল!
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 9:30 AM
Share

পোকামাকড়ে অনেকেই ভয়ানক ভয়। কিন্তু উন্নতি ও সাফল্যের প্রশ্ন উঠলেই যত কুসংস্কারের কথা মাথায় আসে। তার মধ্যে গায়ের উপর টিকটিকি পড়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শরীরের যে কোনও অংশে টিকটিকি পড়লে অনেক শুভ ও অশুভ প্রভাব বা ফল পাওয়া যায়। শুধু তাই নয়, নারী ও পুরুষের উপর ভিত্তি করেও টিকটিকি পড়াকে শুভ বলে মনে করা হয়। টিকটিকি পড়ার ইঙ্গিত শুধু গায়ে পড়লেই হবে, তাই নয়, রয়েছে বিশেষ তিথি ও দিনও।

জ্যোতিষশাস্ত্র এবং ভবিষ্যদ্বাণীতে টিকটিকি সম্পর্কিত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি উল্লেখ করা হয়েছে। টিকটিকিকে ভয় পাওয়া স্বাভাবিক কারণ। কেউ কেউ টিকটিকি দেখলে এতটাই ভয় পান যে বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। ঘিনঘিনে এই টিকটিকি নাকি জি্ভ বের করে মশা খায়, আর তাই টিকটিকির গায়ে রয়েছে বিষ। যা গায়ে লাগলে গরলের মতো রোগ হয়, সেই কারণে টিকটিকির স্পর্শকে একপ্রকার সাপে কামড়ানোর মতো মনে করেন অনেকে।

টিকটিকি পড়ার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু নিয়ম। কারণ মহিলার ক্ষেত্রে এক রকম, আবার পুরুষের ক্ষেত্রে অন্য রকম। পুরুষের বাম অঙ্গে ও মহিলাদের ডান অঙ্গে টিকটিকি পড়লে  তা অশুভ বলে মনে করা হয়। বিপরীতে, সাধারণত টিকটিকি পুরুষদের শরীরের ডান অংশে ও মহিলাদের শরীরের বাম অংশে পড়া শুভ বলে মনে করা হয়। একইভাবে, যদি কোনও পুরুষ বা মহিলার পেট, নাভি, বুক ও দাড়ি ছাড়া মাথার যে কোনও অংশে টিকটিকি পড়ে তাহলে তার ফল উভয়ের জন্যই শুভ। এমনকি যদি একটি টিকটিকি শরীরের ডান পাশে উঠে বাম পাশ দিয়ে নেমে যায়, তাহলে তা দোষের কিছু নেই।

টিকটিকি পড়া কখন শুভ

প্রতিপদ থেকে ষষ্ঠী, একাদশী ও দ্বাদশী পর্যন্ত শরীরে টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয়। একইভাবে সোম, বুধ, বৃহস্পতি ও শুক্রবার টিকটিকি পড়াও শুভ। অশ্বিনী, রোহিণী, পুনর্বাসু, পুষ্য, উত্তর ফাল্গুনী, হস্ত, চিত্রা, স্বাতী, অনুরাধা, মুল, ধনীষ্ঠা, শতভীষা ও রেবতী নক্ষত্রে টিকটিকি পতন শুভ ফল দেয়।