Kalratri Puja Benefit: কালরাত্রির মন্ত্রপাঠেই বিনাশ হবে সব অশুভ শক্তি! শক্তিশালী এই মন্ত্র জানা আছে?
Goddess Kalratri: সাধারণত দেবী কালরাত্রি হলেন দেবী দুর্গার নবরূপের সপ্তম রূপ। তাই সপ্তমীতে এই দেবীর আবির্ভাব হয় ও পুজো করা হয়। দেবী কালরাত্রিকে মহাকালী, ভদ্রকালী ও ভৈরবী নামেও পরিচিত। তন্ত্রসাধনায় সিদ্ধি লাভ করতে চাইলে দেবী দুর্গার এই রূপের পুজো করা উচিত।

শাক্তমতে, দুর্গাপুজোর মহাসপ্তমীতে কালরাত্রির আরাধনা করা হয়। দেবীর ভয়ঙ্কর রূপের কারণেই কালরাত্রি বলা হয়।শাস্ত্র মতে, দেবীর গায়ের রং অন্ধকারের মত নিকষ কালো। হিন্দু আচার-রীতি মেনে কালরাত্রির পুজো করা হলে অকালের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। এমনকি দেবীর এই ভয়ঙ্কর রূপকে আরাধনা করা হলে কালের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কালরাত্রির পুজো করলে অকালমৃত্যুও হয় না। নেতিবাচক শক্তি ও গুপ্ত শত্রুদের থেকেও রক্ষা পাওয়া যায় নিমেষের মধ্য়ে।
শাক্তমতে, কালরাত্রি দেবীর গায়ের বর্ণ গাঢ় নীল বা কালো। চতুর্ভুজা এই দেবীর নিকষ কালো এলো চুল। একটি গাধার উপর চড়ে তিনি ভক্তদের সব ইচ্ছাপূরণ করে থাকেন। জীবনে সব সমস্যা নির্মূল হয়ে যায় তাঁর আরাধনা করলে। সাধারণত দেবী কালরাত্রি হলেন দেবী দুর্গার নবরূপের সপ্তম রূপ। তাই সপ্তমীতে এই দেবীর আবির্ভাব হয় ও পুজো করা হয়। দেবী কালরাত্রিকে মহাকালী, ভদ্রকালী ও ভৈরবী নামেও পরিচিত। তন্ত্রসাধনায় সিদ্ধি লাভ করতে চাইলে দেবী দুর্গার এই রূপের পুজো করা উচিত। কথিত আছে, দেবী কালরাত্রিকে যদি পূর্ণ ভক্তিভরে পুজো করা হয়, তাহলে তিনি ভক্তদের কখনও নিরাশ করেন না। গোপন শত্রুদের বিনাশ করার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে।
দেবী কালরাত্রির মন্ত্র
ক্লীম অইন শ্রীম কালিকায় নমঃ
ভ্যাম্পদোল্লসল্লহ লতাকান্তকভূষণ।
বর্ধন মুর্ধাধ্বজা কৃষ্ণ কালরাত্রিভয়ঙ্করী।
‘ওম ফাট শাস্ত্রীউন সাঘে ঘটায় ওম।।’
কালরাত্রি মন্ত্রের উপকারিতা
দেবী কালরাত্রির পুজো করার অনেক উপায় রয়েছে। অনেক ভক্ত মন্ত্র উচ্চারণ করে পুজো করে ভালবাসেন। জীবনের প্রতিটি অন্ধকারকে মুহূর্তের মধ্যে দূর করার ক্ষমতা রয়েছে তাঁর মন্ত্রে। ভিতরের নেতিবাচকতা দূর করতে ও মনকে শুদ্ধ করতে এই দেবীর মন্ত্র পাঠ করতে পারেন। শুধু তাই নয়, চারপাশের যত শত্রু ও অশুভ আত্মাকে পরাজিত করতেও সাহায্য করে থাকে এই শক্তিশালী মন্ত্র। এর সঙ্গে যাঁরা এই মন্ত্র পাঠ করার পাশাপাশি উপবাস পালন করলে তিনি আরও উপককার পেয়ে থাকেন। পূর্ণভক্ত ও উত্সর্গের সঙ্গে মন্ত্রটি পাঠ করলে কালরাত্রি দেবী সব ধরনের নিরাপত্তা প্রদান করে থাকে।





