
সনাতন ধর্মে মকর সংক্রান্তি কেবল একটি উৎসব নয়, এটি প্রকৃতি ও মহাবিশ্বের এক বিশাল পরিবর্তনের প্রতীক। সূর্যের গতিপথ পরিবর্তনের ওপর ভিত্তি করে পালিত এই উৎসবের নেপথ্যে রয়েছে গভীর পৌরাণিক ও জ্যোতিষতাত্ত্বিক ইতিহাস। এ বছর মকর সংক্রান্তি আরও বিশেষ হতে চলেছে, কারণ এই সময়েই মঙ্গল গ্রহ ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে।
উত্তরায়নের পুণ্যকাল ও দেবতাদের দিন
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকেই মকর সংক্রান্তি বলা হয়। এই দিন থেকেই শুরু হয় ‘উত্তরায়ন’—যা দেবতাদের দিন হিসেবে পরিচিত (বিপরীতে দক্ষিণায়ন হলো দেবতাদের রাত্রি)। কর্কট রাশিতে সূর্যের প্রবেশ পর্যন্ত এই শুভ সময় স্থায়ী থাকে। মনে করা হয়, উত্তরায়নের এই পুণ্যকালে কৃত যে কোনো শুভ কাজ বা দান-ধ্যান বহুগুণ বেশি ফলদায়ক হয়।
রাশিফলে মহালক্ষ্মী রাজযোগের প্রভাব
এবারের সংক্রান্তিতে মঙ্গলের গোচর এবং সূর্যের অবস্থানের ফলে তৈরি হচ্ছে শক্তিশালী ‘মহালক্ষ্মী রাজযোগ’। জ্যোতিষবিদদের মতে, এর প্রভাবে বিশেষ চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আসবে সাফল্যের জোয়ার।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য এই রাজযোগ হবে আশীর্বাদস্বরূপ। আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের নিয়ে তীর্থযাত্রার সুযোগ আসতে পারে।
বৃশ্চিক রাশি: ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। হাতে নেওয়া প্রতিটি কাজে সাফল্যের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে।
মকর রাশি: যেহেতু সূর্য আপনার রাশিতেই প্রবেশ করছে, তাই এই সময়টি আপনার জন্য ‘স্পর্শমণি’র মতো কাজ করবে। আয়ের পথ প্রশস্ত হবে এবং অকারণ খরচ কমবে। গত কয়েক বছরের তুলনায় আর্থিক স্থিতিশীলতা অনেক বাড়বে। সমৃদ্ধির নতুন শিখরে পৌঁছাবেন আপনি।
মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দরজা খুলে যাচ্ছে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে। হঠাৎ কোনো ভ্রমণে বিশেষ লাভের সুযোগ রয়েছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি এক আনন্দময় সময় অতিবাহিত করবেন।
মকর সংক্রান্তি মানেই আকাশ জুড়ে ঘুড়ির উৎসব আর ঘরে ঘরে পিঠে-পুলির সুবাস। তবে এর মূলে রয়েছে সূর্যের আরাধনা। উত্তরের দিকে সূর্যের এই যাত্রা অন্ধকার কাটিয়ে আলোর আগমনের বার্তা দেয়, যা কৃষি ও মানবজীবনে সমৃদ্ধি বয়ে আনে।