
দীপ্তা দাস বাংলাদেশ। দেশের নামটাই এখন যথেষ্ট। প্রশ্ন। উদ্বেগ। অশান্ত। ধ্বংস। স্বাধীন। পরাধীন। রাজনীতি। কূটনীতি। অস্থিরতা। হিন্দুত্ব। সব কিছু নিয়ে সারা বিশ্বের পাখির চোখ এখন সবুজ-লাল পতাকার দেশটির দিকে। বাঙালি চেতনায় ভরা এই দেশটির কাছে কি নেই! সম্পত্তি, ধন, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, চাষবাস কি নেই সেখানে। এমনকি এপার বাংলার থেকে ওপার বাংলায় হিন্দু মন্দিরের সংখ্যা প্রায় তিনগুণ বেশি। হিসেব বলছে, বাংলাদেশে রয়েছে প্রায় ৪০, ৪৩৮টি হিন্দু মন্দির। ২০১১ সালের এক সমীক্ষা বলছে, ভারতের এই প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও, দেশের ৩৫০ জন হিন্দু পরিবার পিছু একটি করে মন্দির রয়েছে। ফলে এই দেশে মন্দিরের সংখ্যা প্রায় লক্ষাধিক। ...