Sade Sati 2026: নতুন বছরে শনির সাড়ে সাতি থেকে বড় রক্ষা পাবে এই তিন রাশির জাতক-জাতিকা

শনির এই অবস্থানের ফলে একাধিক রাশির ওপর ‘সাড়ে সাতি’ এবং ‘ঢাইয়া’র প্রবল প্রভাব বজায় থাকবে। বিশেষ করে কুম্ভ, মীন এবং সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই বছরটি কারও জন্য মুক্তির বার্তা আনবে, আবার কাউকে ফেলতে পারে চরম অগ্নিপরীক্ষায়।

Sade Sati 2026: নতুন বছরে শনির সাড়ে সাতি থেকে বড় রক্ষা পাবে এই তিন রাশির জাতক-জাতিকা

|

Dec 17, 2025 | 5:34 PM

নতুন বছরের কাউন্টডাউন শুরু। আর কয়েকদিন বাদে ২০২৫ বিদায় নিয়ে ২০২৬-এর সূর্য উঠবে, তখন গ্রহের রাজা শনিদেব মীন রাশিতে অবস্থান করবেন। শনির এই অবস্থানের ফলে একাধিক রাশির ওপর ‘সাড়ে সাতি’ এবং ‘ঢাইয়া’র প্রবল প্রভাব বজায় থাকবে। বিশেষ করে কুম্ভ, মীন এবং সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই বছরটি কারও জন্য মুক্তির বার্তা আনবে, আবার কাউকে ফেলতে পারে চরম অগ্নিপরীক্ষায়।

আসুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালে কুম্ভ, মীন এবং সিংহ রাশির ভাগ্যে শনিদেব কী লিখে রেখেছেন।

কুম্ভ রাশি (Aquarius): মুক্তির পথেও কাঁটা ২০২৬ সালে কুম্ভ রাশির জাতকদের ওপর শনির সাড়ে সাতির তৃতীয় বা শেষ পর্যায় চলবে। একে বলা হয় ‘লৌহ পদ’ বা নামার সময়।

কেরিয়ার ও অর্থ: সাড়ে সাতির শেষ ভাগে শনিদেব সাধারণত জাতককে তাঁর কষ্টের ফল দিয়ে যান। দীর্ঘদিনের আটকে থাকা কাজ ২০২৬-এর মধ্যভাগের পর থেকে গতি পেতে পারে। তবে বছরের শুরুতে কর্মক্ষেত্রে বদলি বা অযথা বিবাদের আশঙ্কা থাকছে। অযথা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।

স্বাস্থ্য ও পরিবার: এই বছর পায়ের সমস্যা, বাতের ব্যথা বা চোখের সমস্যায় ভুগতে হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মানসিক অস্থিরতা থাকলেও বছরের শেষের দিকে তা অনেকটাই প্রশমিত হবে। সতর্কতা: আইনি ঝামেলা থেকে দূরে থাকুন।

মীন রাশি (Pisces): সাড়ে সাতির মধ্যগগণে চরম সতর্কতা। মীন রাশির জাতকদের জন্য ২০২৬ সালটি সবথেকে বেশি সতর্ক থাকার বছর। কারণ এই সময় আপনাদের ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলবে, যা জ্যোতিষশাস্ত্রে সবথেকে কঠিন সময় বলে গণ্য করা হয়। শনি স্বয়ং আপনার রাশিতেই অবস্থান করবেন।

কর্মজীবন: কর্মক্ষেত্রে আপনার ওপর কাজের চাপ মাত্রাতিরিক্ত বাড়তে পারে। সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগের ক্ষেত্রে এটি উপযুক্ত বছর নয়। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। তবে এই সময় মাথা ঠান্ডা রাখুন এবং কম কথা বলুন। তাহলে দেখবেন শনির কুপ্রভাব কাটাতে পারবেন।

সম্পর্ক ও স্বাস্থ্য: দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার যোগ রয়েছে। মানসিক অবসাদ বা ‘ডিপ্রেশন’ থেকে নিজেকে বাঁচাতে যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিন।

পরামর্শ: হুট করে চাকরি ছাড়বেন না। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন।

সিংহ রাশি (Leo): কণ্টক শনির বা ঢাইয়ার প্রভাব সিংহ রাশির জাতকদের ওপর সরাসরি সাড়ে সাতি না থাকলেও, ২০২৬ সালে আপনারা শনির ‘অষ্টম ঢাইয়া’ বা কণ্টক শনির প্রভাবে থাকবেন। শনি আপনার রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করায় আকস্মিক বিপত্তি দেখা দিতে পারে।

কর্ম ও ব্যবসা: চাকরিতে পদোন্নতির কথা চললেও শেষ মুহূর্তে তা আটকে যেতে পারে। ব্যবসায় পার্টনারশিপ নিয়ে ঝামেলা হতে পারে। তবে যাঁরা রিসার্চ, খনি বা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাঁরা কিছুটা সুফল পেতে পারেন।

দুর্ঘটনা ও স্বাস্থ্য: সিংহ রাশির জাতকদের এই বছর খুব সাবধানে গাড়ি চালানো উচিত। ছোটখাটো দুর্ঘটনা বা অস্ত্রোপচারের যোগ রয়েছে। পেটের সমস্যা বা পুরনো কোনও রোগ নতুন করে মাথাচাড়া দিতে পারে।

পরিবার: পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনেদের মধ্যে বিবাদ হতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও অপ্রীতিকর সংবাদ আসতে পারে।

২০২৬-এ শনির রোষ থেকে বাঁচার উপায়: জ্যোতিষশাস্ত্র মতে, শনিদেব কর্মফলদাতা। সৎ পথে থাকলে তাঁর কুপ্রভাব অনেকটাই কমে যায়। ২০২৬ সালে শনির প্রভাব কমাতে নিম্নলিখিত প্রতিকারগুলি মেনে চলতে পারেন:

হনুমান চালিশা: প্রতি মঙ্গলবার এবং শনিবার ভক্তিভরে হনুমান চালিশা পাঠ করুন। ২. দানধ্যান: প্রতি শনিবার সাধ্যমতো সরষের তেল, কালো তিল বা কালো কম্বল গরিব-দুঃখীদের দান করুন। ৩. শিব আরাধনা: নিয়মিত শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করলে শনির সাড়ে সাতির প্রকোপ কমে। ৪. আচরণ: অধস্তন কর্মচারী বা বাড়ির কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আমিষ খাবার এবং মদ্যপান যথাসম্ভব বর্জন করুন।