শনি-শুক্রের বিরল জোট: ৩০ বছর পর ভাগ্যের চাকা ঘুরবে এই তিন রাশির

এরই মধ্যে শুক্রের সঙ্গে মিলে তৈরি হতে চলেছে 'অর্ধ কেন্দ্র যোগ'। শনি ও শুক্র যখন ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করে, তখনই এই বিশেষ যোগের সৃষ্টি হয়। দীর্ঘ ৩০ বছর পর এই সংযোগ তৈরি হওয়ায় বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের দিন আসতে চলেছে।

শনি-শুক্রের বিরল জোট: ৩০ বছর পর ভাগ্যের চাকা ঘুরবে এই তিন রাশির

|

Jan 26, 2026 | 5:21 PM

গ্রহের ফেরে বদলে যায় ভাগ্য, জ্যোতিষশাস্ত্রে এই বিশ্বাস অত্যন্ত প্রবল। আগামী ২৮ জানুয়ারি তেমনই এক বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। এরই মধ্যে শুক্রের সঙ্গে মিলে তৈরি হতে চলেছে ‘অর্ধ কেন্দ্র যোগ’। শনি ও শুক্র যখন ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করে, তখনই এই বিশেষ যোগের সৃষ্টি হয়। দীর্ঘ ৩০ বছর পর এই সংযোগ তৈরি হওয়ায় বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের দিন আসতে চলেছে।

শনিকে সাধারণত নিষ্ঠুর বা নেতিবাচক গ্রহ মনে করা হলেও, জ্যোতিষীদের মতে, শনি সব সময় অশুভ ফল দেয় না। সঠিক অবস্থানে থাকলে শনি মানুষকে রাজা পর্যন্ত করতে পারে। আসন্ন এই যোগের প্রভাবে কোন তিন রাশির কপাল খুলতে চলেছে? দেখে নিন এক নজরে

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকদের জন্য এই অর্ধ কেন্দ্র যোগ অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের কদর বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি দারুণ; নতুন কোনো বড় চুক্তি সাক্ষরিত হতে পারে যা ভবিষ্যতে বিশাল মুনাফা এনে দেবে। পারিবারিক বিবাদ মিটে গিয়ে ঘরে সুখ-শান্তি ফিরে আসবে।

মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি উন্নতির সোপান হয়ে দাঁড়াবে। কেরিয়ারে বড় কোনো সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন, তবে ভালো বেতনসহ নতুন কাজের প্রস্তাব আসতে পারে। আপনার পরিশ্রমের যোগ্য সম্মান ও পারিশ্রমিক মিলবে। ব্যবসায়ীদের বাড়তি আয়ের যোগ রয়েছে, যা তাঁদের আর্থিক ভিত মজবুত করবে।

মীন রাশি (Pisces)
শনি বর্তমানে এই রাশিতেই অবস্থান করছে। অর্ধ কেন্দ্র যোগের ফলে মীন রাশির জাতকরা দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা তাঁদের পরিকল্পনামতো কাজ করে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মাধুর্য বাড়বে এবং পরিবারে আনন্দঘন পরিবেশ বজায় থাকবে।

জ্যোতিষশাস্ত্রের এই গণনা অনুযায়ী বৃষ, মকর ও মীন— এই তিন রাশির জাতকরা তাঁদের কর্মপ্রচেষ্টায় অভাবনীয় সাফল্য পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধির পাশাপাশি সামাজিক মান-সম্মানও বাড়বে এই সময়কালে।