AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venus Mahadasha 2024: শুক্রের মহাদশায় কোটিপতি থাকবেন টানা ২০ বছর! প্রতিকার মানলে ফিরে তাকাতে হবে না কখনও

Luxurious Life: জ্যোতিষীদের মতে, গ্রহের ফেরে একজন মানুষের ভাগ্য বদলে যেতে পারে। প্রতিটি গ্রহই জীবনের নানা ক্ষেত্রে কোনও না কোনও পরিস্থিতিতে প্রভাবিত হতে পারে। আর প্রতিটি মানুষের জীবনে গ্রহের মহাদশা কোনও না কোনও সময় ফিরে আসে। সকলেরই জীবনে উত্থান-পতন হয়। সেই সব পরিস্থিতি নিয়েও জীবনে সাফল্যের বন্যা আসা অস্বাভাবিক নয়।

Venus Mahadasha 2024: শুক্রের মহাদশায় কোটিপতি থাকবেন টানা ২০ বছর! প্রতিকার মানলে ফিরে তাকাতে হবে না কখনও
ছবিটি প্রতীকী। ছবি সৌজন্যে অ্যাডব স্টক
| Updated on: Mar 14, 2024 | 12:27 PM
Share

ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে অঢেল টাকা-পয়সা, বিলাসবহুল বাড়ি, লাক্সারি গাড়ি, বছরে দুবার বিদেশ ভ্রমণ… এমন স্বপ্ন প্রায় অধিকাংশের। কিন্তু এমন ভাগ্য কতজনের হয়? পরিশ্রমের পাশাপাশি ভাগ্য সহায় না থাকলে জীবনে কোনও কিছুই অর্জন করা যায় না। জ্যোতিষীদের মতে, গ্রহের ফেরে একজন মানুষের ভাগ্য বদলে যেতে পারে। প্রতিটি গ্রহই জীবনের নানা ক্ষেত্রে কোনও না কোনও পরিস্থিতিতে প্রভাবিত হতে পারে। আর প্রতিটি মানুষের জীবনে গ্রহের মহাদশা কোনও না কোনও সময় ফিরে আসে। সকলেরই জীবনে উত্থান-পতন হয়। সেই সব পরিস্থিতি নিয়েও জীবনে সাফল্যের বন্যা আসা অস্বাভাবিক নয়। কারণ সকলের ভাগ্যের উপর চেপে বসে রয়েছে গ্রহের অবস্থান ও জন্মকুন্ডলী। তাই কুণ্ডলীতে যদি গ্রহের অবস্থান শুভ হয়, তাহলে কোনও কাজেই বাধা আসে না। তেমনি শুক্র গ্রহ।

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রগ্রহ হল সুখ, সমৃদ্ধি ও বিষয়-সম্পত্তি বৃদ্ধির প্রতীক। কুণ্ডলীতে যদি শুভ প্রভাব থাকে, তাহলে শুক্রের মহাদশার সময় সেই ব্যক্তির জীবনে উন্নতি ও সাফল্য কখনও থেমে থাকে না। মহারাজার মতো জীবন কাটান তিনি। জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রের মহাদশা ২০ বছর স্থায়ী থাকে। আর সেই সময় ওই ব্যক্তি কোটিপতি হয়ে ওঠেন। ওই ২০ বছর বিলাসবহুল জীবন, সম্পদ, ও ভালোবাসায় পূর্ণ হয়ে থাকেন।

জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে একটি শুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ শুধুমাত্র শুক্রই সম্পদ, প্রেম, আকর্ষণ এবং বস্তুগত সুখ প্রদান করে। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ ঊর্ধ্বে থাকে বা শুভ গ্রহের সঙ্গে কোনও শুভ ঘরে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি সর্বদা ভাগ্য সহায় থাকে। গোটা জীবন সমৃদ্ধি, বিলাসিতায় পূর্ণ থাকে। শুক্রের মহাদশার ফলে ২০ বছর একজনের জীবনের স্বর্ণালী সময় স্থির থাকে। এই সময়ে ব্যক্তি রাজার মতো জীবনযাপন করেন। প্রেম জীবন ও বিবাহিত জীবনও হয় দুরন্ত।

শুক্রের অশুভ প্রভাব

শুক্রের মহাদশা ফলে ব্যক্তির কুণ্ডলীতে শুক্রের অবস্থান অনুসারে। শুক্র যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে নেতিবাচক অবস্থানে থাকে, তাহলে সেই ব্যক্তিকে বৈবাহিক জীবনে ধেয়ে আসে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়। অভাব-অনটন পিছু ছাড়ে না। কোনও কিছুতেই সুখ আসে না। এছাড়া যৌনরোগ, কিডনি ও চোখের রোগেও ভুগতে থাকেন তিনি।

শুক্র মহাদশার প্রতিকার

প্রতি শুক্রবার উপোস রাখতে পারেন। এছাড়া বৃহস্পতির পাশাপাশি লক্ষ্মীরও পুজো করা হয়। পুজোর সময় লক্ষ্মীর কাছে ক্ষীর ভোগ হিসেবে নিবেদন করতে পারেন।

– পিঁপড়েকে ময়দা ও চিনি খাওয়ান।

– প্রতি শুক্রবার ১০৮ বার শুম শুক্রায় নমঃ জপ করুন।

– শুক্রবার বাড়ির ও চেনা মহিলাদের ক্ষীর বানিয়ে খাওয়াতে পারেন।

– দুধ, কর্পূর, সাদা কাপড়, সাদা মিষ্টি, ভাত ইত্যাদি সাদা জিনিস দান করতে পারেন।