Venus Mahadasha 2024: ২০ বছর ধরে চলে শুক্রের মহাদশা! হাতে আটকে থাকবে বিপুল অর্থ ও উন্নতি-সাফল্য

Astrology: জ্যোতিষশাস্ত্রে যার রাশিতে শুক্রের প্রভাব বা শুক্রের অবস্থান থাকে, তার জীবন কতকটা মহারাজার মতো হয়ে থাকে। জন্মকুণ্ডলীতে শুক্রের স্থায়ী অবস্থান থাকলে তাঁর সারাজীবন বিলাসিতাতেই কাটে। ধনসম্পদ ও সুখ-শান্তির কখনও ঘাটতি হবে না। প্রেমের জীবনও হয় রোম্যান্সে ভরপুর।

Venus Mahadasha 2024: ২০ বছর ধরে চলে শুক্রের মহাদশা! হাতে আটকে থাকবে বিপুল অর্থ ও উন্নতি-সাফল্য

May 31, 2024 | 6:18 PM

পায়ের উপর পা তুলে বিলাসিতার জীবন কাটাতে কে না চায়! জীবনে থাকবে শুধুই সুখ, শান্তি আর উন্নতি, হাতে আটকে থাকবে বিপুল অর্থ। এমন জীবন কি শুধুই স্বপ্নে দেখতে পাওয়া যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে যার রাশিতে শুক্রের প্রভাব বা শুক্রের অবস্থান থাকে, তার জীবন কতকটা মহারাজার মতো হয়ে থাকে। জন্মকুণ্ডলীতে শুক্রের স্থায়ী অবস্থান থাকলে তাঁর সারাজীবন বিলাসিতাতেই কাটে। ধনসম্পদ ও সুখ-শান্তির কখনও ঘাটতি হবে না। প্রেমের জীবনও হয় রোম্যান্সে ভরপুর।  শুক্রের মহাদশার কবলে পড়লে রাজার আসনে বসেন সেই ব্যক্তি। সাধারণত শুক্রের মহাদশা চলে টানা ২০ বছর। পৃথিবীর যত সুখ যেন তার জীবনের উপরই বর্ষিত হয়।

শুক্র মহাদশার প্রভাব

যদি জন্মকুণ্ডলীতে শুক্র উচ্চ স্থানে থাকে, তাহলে মহাদশা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি মহারাজার মুকুট পড়ে শাসন করতে থাকেন। ভাগ্য থাকে সবসময় সহায়। কুণ্ডলীতে শুক্র দুর্বল হলে  আবার এই মহাদশা থেকে কোনও শুভ ফল পাওয়া যায় না। টানা ২০ বছর ধরে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন তিনি। এমনকি কাঙালও হয়ে যাতে পারে ওই ব্যক্তি। প্রেমের জীবনে আসতে পারে সন্দেহ ও সমস্যা। সারাজীবন দুঃখ-কষ্ট ও অর্থাভাব। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে মেনে চলা উচিত শুক্রের মহাদশার বেশ কিছু প্রতিকার।

প্রতিকার

শুক্রের দোষ বা শুক্র দুর্বল হওয়ার কারণে শুক্রের মহাদশার সময় অনেক ঝুট-ঝামেলা পোহাতে হতে হয়। শুক্রের মহাদশার প্রতিকারগুলি মেনে চললে দুঃখ-কষ্ট কেটে যেতে পারে।

– শুক্রের প্রভাব শুভ করলে প্রতি শুক্রবার উপবাস রাখা উচিত। এছাড়াও দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় ক্ষীর নিবেদন করুন। পরে ছোটদের মধ্যেও সেই ক্ষীর প্রসাদ হিসেবে বিলি করতে পারেন।

– প্রতি শুক্রবার পিঁপড়েকে ময়দা ও চিনি খাওয়াতে পারেন। এই প্রতিকারে শুক্রকে শক্তিশালী করে তোলা সম্ভব।

– শুক্রবার ‘শুঁ শুক্রায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন।

-শুক্রবার সাদা জিনিস যেমন দুধ, কর্পূর, সাদা কাপড়, সাদা মিষ্টি, চাল, মুক্তো ইত্যাদি দান করতে পারেন।