Shivratri 2024: সিদ্ধিযোগ ও নিশীথকালে মাঘ শিবরাত্রি, ভোলেবাবাকে তুষ্ট করতে পুজো করবেন কীভাবে?

Lord Shiva Puja: ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবরাত্রির উপবাস করা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। কথিত আছে যে এদিনে ভক্তিভরে ও নিয়ম মেনে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ভক্তের জীবনে কোনও সমস্যা থাকে না। মাঘ মাসের শিবরাত্রিকে মাঘ শিবরাত্রি বলা হয়। এই শিবরাত্রি সাধারণত ফেব্রুয়ারি মাসে পালিত হয়।

Shivratri 2024: সিদ্ধিযোগ ও নিশীথকালে মাঘ শিবরাত্রি, ভোলেবাবাকে তুষ্ট করতে পুজো করবেন কীভাবে?
ছবিটি প্রতীকী

Jan 28, 2024 | 12:18 PM

খুব অল্পতেই সন্তুষ্ট হন মহাদেব। বেলপাতা, ধুতুরা, দুধ, চিনি নিবেদন করলেই নীলকণ্ঠের আশীর্বাদ মিলতে পারে ভক্তদের। পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত শিবরাত্রি। এই শিবরাত্রিকে মাসিক শিবরাত্রি নামে পরিচিত। যে মাসে শিবরাত্রি পালিত হয়, সেই মাসের নামেই শিবারাত্রি হিসেবে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবরাত্রির উপবাস করা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। কথিত আছে যে এদিনে ভক্তিভরে ও নিয়ম মেনে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ভক্তের জীবনে কোনও সমস্যা থাকে না। মাঘ মাসের শিবরাত্রিকে মাঘ শিবরাত্রি বলা হয়। এই শিবরাত্রি সাধারণত ফেব্রুয়ারি মাসে পালিত হয়। কিন্তু এই শিবরাত্রি কবে পালিত হবে? কখন শিবের মাথায় জল ঢালবেন? এদিন শিবরাত্রির গুরুত্ব কী?

মাঘ শিবরাত্রি  ২০২৪ কবে?

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, চলতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটে শুরু হবে ও ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টা ২ মিনিটে সমাপ্ত হবে। শিবরাত্রির তিথি নির্ধারণের সময় নিশীথা মুহুর্ত বিবেচনা করতে হবে। মাঘ শিবরাত্রির নিশীথা মুহুর্ত ৮ ফেব্রুয়ারি প্রাপ্ত হতে চলেছে, তাই মাঘ মাসের মাসিক শিবরাত্রি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালিত হবে।

পুজোর শুভ মুহুর্ত

যেসব ভক্ত নিশীথা মুহুর্তে ৮ ফেব্রুয়ারি মাঘ শিবরাত্রির পূজা করতে চান, তাদের জন্য শুভ সময় হল মধ্যরাত ১২টা ৯ মিনিট থেে ১টা ১ মিনিট পর্যন্ত। ওই দিন শিব পূজার জন্য প্রায় ১ ঘণ্টার মতো শুভ সময় পাবেন।

সিদ্ধি যোগ

মাঘ শিবরাত্রির দিন সকাল থেকে সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। এই শুভযোগ চলবে রাত ১১.১০ মিনিট পর্যন্ত। যারা দিনে পূজা করতে চান তারা সিদ্ধি যোগে শিবরাত্রি পুজো করতে পারেন। এছাড়া ওইদিন উত্তরাষাঢ় নক্ষত্র ভোর থেকে গভীর রাত পর্যন্ত থাকবে বেলা ২টো ৯ মিনিট পর্যন্ত।

মাঘ শিবরাত্রির দিনের ব্রাহ্ম মুহুর্ত হল সকাল ৫টা ২১ মিনিট থেকে ৬টা ১৩ মিনিট পর্যন্ত। সেদিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহুর্তা হল দুপুর ১২টা ১৩ মিনিট থেকে ১২ টা ৫৭ মিনিট পর্যন্ত।