
বিভিন্ন তিথিতে গঙ্গাস্নানের মাহাত্ম্য অপরিসীম। কিন্তু বর্তমানের ব্যস্ত জীবন, শারীরিক অসুস্থতা কিংবা অসহনীয় ভিড়ের কারণে অনেকের পক্ষেই গঙ্গার ঘাটে যাওয়া সম্ভব হয় না। তবে শাস্ত্রজ্ঞদের মতে, এতে হতাশ হওয়ার কারণ নেই। ভক্তি ও বিশ্বাসের জোরে আপনার স্নানের জলকেও গঙ্গার সমতুল্য করে তোলা সম্ভব।
বাড়িতেই কীভাবে পাবেন গঙ্গার পুণ্য?
পণ্ডিতদের মতে, বাড়িতে স্নান করার সময় সামান্য কিছু নিয়ম পালন করলে গঙ্গার সমান পুণ্য অর্জন করা যায়।
যদি বাড়িতে সামান্য পরিমাণে গঙ্গার জল সংরক্ষিত থাকে, তবে সাধারণ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন। স্নানের আগে পাত্রের জলের দিকে তাকিয়ে মনে মনে গঙ্গাদেবীকে স্মরণ করুন।
শাস্ত্র অনুযায়ী, স্নানের সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলে ভারতের সাতটি পবিত্র নদীর আশীর্বাদ লাভ করা যায়। মন্ত্রটি হল—
“গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। নর্মদে সিন্ধু কাবেরী জলেঽ স্মিন সন্নিধিং কুরু।।” স্নানের আগে বালতির জলে আঙুল দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করলে বা মনে মনে গঙ্গার নাম জপ করলে সাধারণ জলই তীর্থবারিতে পরিণত হয়।
যদি শারীরিক কারণে শরীরে জল ঢালা সম্ভব না হয়, তবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে মুখ করে বসে গঙ্গার ধ্যান করাকেও ‘মানস স্নান’ বলা হয়। এতেও মনের কলুষতা দূর হয়।
স্নানের সময় আর কী কী করা উচিত?
তুলসী পাতা ও কালো তিল: তিথি বিশেষে স্নানের জলে কালো তিল বা তুলসী পাতা মেশানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি শরীর ও মনকে শুদ্ধ করে। ২. ব্রাহ্ম মুহূর্ত: সূর্যোদয়ের আগের সময় বা ব্রাহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে ফলদায়ক। শাস্ত্রমতে, এই সময়েই দৈবশক্তি সবচেয়ে বেশি কার্যকর থাকে। ৩. দান-ধ্যান: স্নান শেষ করে সাধ্যমতো বস্ত্র বা খাদ্য সামগ্রী অভাবী মানুষকে দান করুন। গঙ্গাস্নানের পূর্ণ ফল পেতে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্যোতিষী ও শাস্ত্রজ্ঞদের মতে, “গঙ্গা কেবল একটি নদী নয়, গঙ্গা হলো একটি বিশ্বাস। যদি আপনার মনে পবিত্রতা থাকে এবং আপনি শ্রদ্ধার সঙ্গে বাড়িতেই স্নান সারেন, তবে মা গঙ্গা সেখানেই বিরাজ করেন। শাস্ত্র বলে— ‘যত্র গঙ্গা তত্র শিবঃ’, অর্থাৎ যেখানে গঙ্গা, সেখানেই শিব। তাই নিজের গৃহকোণেই ভক্তিভরে পুণ্যস্নান সেরে নেওয়া শাস্ত্রসম্মত।”
সুতরাং, গঙ্গার ঘাটে যেতে না পারার আক্ষেপ সরিয়ে এবার নিয়ম মেনেই বাড়িতে সেরে নিন আপনার পুণ্যস্নান।
( এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং শাস্ত্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে লেখা। টিভি৯ বাংলা এর সত্যতা নিশ্চিত করে না।)