আল রায়ান: অস্ট্রেলিয়ার মতো টিমকে ৫০ মিনিট পর্যন্ত রুখে দিয়েছিল ভারতীয় টিম। একটা ছোট ভুল থেকে প্রথম গোল হজম করতে না হলে ড্রও হতে পারত। যদিও অতীত নিয়ে আর ভাবছে না সুনীল ছেত্রীর ভারত। এএফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ইগর স্টিমাচের ছেলেরা। উজবেকিস্তানের বিরুদ্ধে আজ নামছে ভারত। ব়্যাঙ্কিংয়ের খাতায় ভারতের থেকে অনেক এগিয়ে থাকা টিম। কিন্তু সন্দেশ ঝিঙ্গান, নিখিল পূজারীরা অন্তত একটা পয়েন্ট লক্ষ্য করছেন। ওই ম্যাচে নামার আগে কী ভাবছে ভারতীয় টিম? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ার কাছে ০-২ হারতে হলেও স্টিমাচ পরিষ্কার বলে দিচ্ছেন, ‘প্রথম ম্যাচে টিম অভিজ্ঞতা বাড়িয়েছে। আর একটা কঠিন ম্যাচে নামতে হবে টিমকে। উজবেকিস্তান ওদের প্রথম ম্যাচে জয় পায়নি। আমাদের বিরুদ্ধে সেই জয় খুঁজতে চাইবে। সে দিক থেকে দেখলে এই ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে। প্রতিপক্ষ প্রবল চাপ রাখার চেষ্টা করবে, সেটা ধরে নিয়েই মাঠে নামব। তবে আমার টিম তৈরি। আমাদের ভাবনায় তিন পয়েন্ট ছাড়া আর কিছু ঘুরছে না।’
৬টা গ্রুপ থেকে সেরা দুটো টিম পরের পর্বে যাবে। সেরা ৪ তৃতীয় টিমও উঠবে কোয়ার্টার ফাইনালে। ফলে ভারতের কাছে একটা সুযোগ থাকছে সেরাটা দেওয়ার। সেটাই নিতে চাইছেন স্টিমাচ। উজবেকদের বিরুদ্ধে প্রথম একাদশে বদল থাকতে পারে। ‘অস্ট্রেলিয়া ম্যাচের পর কিছু প্লেয়ারের ছোটখাটো চোট-আঘাত লেগেছে। উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে বদল থাকতে পারে। এটাও মাথায় রাখতে হচ্ছে, সিরিয়া ম্যাচ কিন্তু উজবেকিস্তান ৬৫ শতাংশ নিজেদের দখলে রেখেছিল। অসংখ্য গোলমুখী শট ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচটা অন্য রকম হবে।’
আক্রমণাত্মক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে যথেষ্ট ভালো খেললেও দ্বিতীয়ার্ধে তা দেখা যায়নি। অন্তত পাল্টা আক্রমণের পথেই হাঁটতে পারেনি টিম। তা মাথায় রেখেই দ্বিতীয় ম্যাচে নামছেন ইগর। তাঁর কথায়, ‘আগ্রাসী মনোভাবাপন্ন ফুটবলার বেশি চাইছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে কিন্তু আমরা খারাপ খেলিনি। উইং ব্যবহার করার চেষ্টা করেছি, আক্রমণে গিয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে তা হয়নি। সেটা করতে পারলে কিন্তু বিপক্ষকে ক্লান্ত করা যেতে পারে। সে দিকে নজর রাখতেই হবে।’
ভারতীয় টিমের দ্বিতীয় গোলকিপার অমরিন্দর সিংও বলছেন, ‘উজবেকিস্তান আমাদের কাছে বড় ম্যাচ। এটা জেতার ভাবনা নিয়েই এগোব। সিরিয়ার বিরুদ্ধে ওদের খেলা আমরা খুঁটিয়ে দেখেছি। সেই মতো আমরা প্রস্তুতিও নিয়েছি। ম্যাচের জন্য আমরা কিন্তু পুরোপুরি তৈরি।’ গুরপ্রীত সিং সান্ধুর ভুল থেকে আগের ম্যাচে গোল খেতে হয়েছে ভারতকে। প্রেস মিটে আসা অমরিন্দর হয়তো খেলবেন উজবেক ম্যাচে। যা নিয়ে অমরিন্দর বলছেন, ‘গুরপ্রীত আর আমার মধ্যে কিন্তু সুস্থ প্রতিযোগিতা রয়েছে। যেটা আমাদের দু’জনকেই মোটিভেট করে।’
ভারত বনাম উজবেকিস্তান, রাত ৮টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার। লাইভ আপডেট TV9 Bangla-য়।