বাংলার হকি চ্যাম্পিয়নয়নশিপেও উঠল বয়স ভাঁড়ানোর অভিযোগ
ইস্ট কলকাতা এবং নর্থ কলকাতা দলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে
TV9 বাংলা ডিজিটাল: বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠল রাজ্য হকি চ্যাম্পিয়নশিপে। শনিবার পুরুষদের সাব-জুনিয়র বিভাগে মুখোমুখি হয় ইস্ট কলকাতা এবং নর্থ কলকাতা। দুটি দলের বিরুদ্ধেই বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে। বয়সভিত্তিক হকি টুর্নামেন্টে প্রতিবারই বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে। এবছরও তার অন্যথা হল না। হিসাব মতো ২০০৫ সালের পর জন্মগ্রহণ করা খেলোয়াড়রাই অংশগ্রহণ করতে পারত সাব-জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপে। তবে দুটি দলের বিরুদ্ধেই বয়স ভাঁড়ানোর অভিযোগ প্রমাণিত হয়।
ম্যাচে নর্থ কলকাতাকে ৬-২ গোলে হারায় ইস্ট কলকাতা। তবে জিতলেও বয়স ভাঁড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় নক আউটে খেলার ছাড়পত্রই পেল না ইস্ট কলকাতা। ফলে বাই পাওয়ায় সরাসরি ফাইনালে চলে গেল দক্ষিণ ২৪ পরগণা। অন্য ম্যাচে কোচবিহারকে ১-০ গোলে হারায় সেন্ট্রাল কলকাতা।
আরও পড়ুন:ফাউলারের সান্তা হয়ে লাল-হলুদের মশাল জ্বালালেন স্টেইনম্যান
মহিলাদের সাব জুনিয়র ম্যাচে নদীয়াকে ১-০ গোলে হারায় দক্ষিণ ২৪ পরগণা। নর্থ কলকাতাকে ৬-০ গোলে চূর্ণ করে পশ্চিম মেদিনীপুর। মহিলাদের জুনিয়র ম্যাচে পূর্ব মেদিনীপুরকে ৪-১ গোলে হারায় দক্ষিণ ২৪ পরগণা।