এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। টুর্নামেন্টের ইতিহাসে মেয়েদের ডাবলসে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছিলেন তাঁরা। এশিয়ান টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে এর আগে কখনও পদক জেতেনি ভারত। তবে লক্ষ্য ছিল পদকের রং বদলের। সেটা আর হল না। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল ঐহিকা-সুতীর্থা জুটিকে। সেমিফাইনালে জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারা জুটির কাছে হার। সব মিলিয়ে এশিয়ান টিটিতে এ বার তিনটি পদক পেল ভারত।
গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করছেন দুই বঙ্গকন্যা ঐহিকা ও সুতীর্থা। তারই ছাপ পড়ল এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপেও। ঐহিকা প্যারিস অলিম্পিকে অংশ না নিলেও টিমের সঙ্গে ছিলেন। সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে জুটি বাঁধার সুযোগও অন্য কারণে। অর্চনা কামাথ অবসর নিয়েছেন। সে কারণেই সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটিতে জুটি বাঁধার সুযোগ হয়েছিল ঐহিকার। জুটিতে ব্রোঞ্জের ইতিহাস লিখলেন সুতীর্থা ও ঐহিকা।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে তিনটি পদক এল ভারতের। তিনটিই ব্রোঞ্জ। ভারতের পুরুষ টিটি টিম ব্রোঞ্জের হ্যাটট্রিক করল। তেমনই মেয়েদের টিম ইভেন্টেও ব্রোঞ্জ এনেছে ভারত। সার্বিক ভাবে এই টুর্নামেন্টে ভারতের পদক ট্যালি দাঁড়াল আটটি। সব কটিই যদিও ব্রোঞ্জ। এ বার ঐহিকা-সুতীর্থা পদকের রং বদলের অনেকটা কাছে পৌঁছেছিলেন।
#𝐁𝐫𝐨𝐧𝐳𝐞🥉𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐌𝐮𝐤𝐡𝐞𝐫𝐣𝐞𝐞𝐬🤩
Ayhika and Sutirtha Mukherjee put in a remarkable performance, settling for a🥉after losing to Japan’s🇯🇵 Miwa Harimoto & Miyuu Kihara 0-3 in the SF.
With this, India’s #AsianChampionships campaign comes to an 🔚#TableTennis pic.twitter.com/HtkLpHIu3l
— SAI Media (@Media_SAI) October 13, 2024