AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অলিম্পিকের টেস্ট ইভেন্টে নামতে পারবেন বিদেশি অ্যাথলিটরা

সোমবার এক বিবৃতিতে অলিম্পিকের আয়োজক (Tokyo Olympics 2021) সংস্থার সিনিয়র কর্তা ইয়াসুও মোরি বলেছেন, 'টেস্ট ইভেন্টগুলোতে কতজন অ্যাথলিট (Athlete) অংশ নিতে পারবেন, তা নিয়ে আমরা কথা বলছি। সরকারের সঙ্গে এ নিয়ে চূড়ান্ত কথা বলার পরই সিদ্ধান্ত জানাতে পারব।'

অলিম্পিকের টেস্ট ইভেন্টে নামতে পারবেন বিদেশি অ্যাথলিটরা
অ্যাথলিটদের জন্য সুখবর। ছবি: টুইটার
| Updated on: Mar 29, 2021 | 6:11 PM
Share

টোকিও: অলিম্পিক ঘিরে ধীরে ধীরে জেগে উঠছে টোকিও। করোনার কারণে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল রাজধানী সহ পুরো জাপানই। কিন্তু গেমসের জন্য ফের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে চলেছে টোকিও। যে কোনও অলিম্পিকের আগে সেই শহরে পরীক্ষামূলক কিছু ইভেন্ট হয়। যাকে মহড়া বলা হয় মেগা ইভেন্টের। টোকিও গেমসের (Tokyo Olympics 2021) ক্ষেত্রেও তাই হতে চলেছে। আর সেই ইভেন্টে অংশ নিতে পারবেন বিদেশি অ্যাথলিটরাও।

আরও পড়ুন: ৬ বলে ৬টা ছয় থিসারার

সোমবার এক বিবৃতিতে অলিম্পিকের আয়োজক (Tokyo Olympics 2021) সংস্থার সিনিয়র কর্তা ইয়াসুও মোরি বলেছেন, ‘টেস্ট ইভেন্টগুলোতে কতজন অ্যাথলিট (Athlete) অংশ নিতে পারবেন, তা নিয়ে আমরা কথা বলছি। সরকারের সঙ্গে এ নিয়ে চূড়ান্ত কথা বলার পরই সিদ্ধান্ত জানাতে পারব।’ আপাতত ট্র্যাক অ্যান্ড ফিল্ড সহ পাঁচটা টেস্ট ইভেন্ট হতে চলেছে। এর পর আরও কিছু টেস্ট ইভেন্ট হবে। এই ইভেন্টগুলো ঠিকঠাক আয়োজন করার মধ্যে দিয়ে একটাই লক্ষ্য থাকবে আয়োজকদের, যাতে অলিম্পিককে ত্রুটিমুক্ত গেমস করে তোলা যায়। কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে, এই টেস্ট ইভেন্টে বিদেশি অ্যাথলিটদের নামার সুযোগ করে দেওয়ার ফলে যদি করোনা ছড়াতে শুরু করে নতুন করে? সে সম্ভাবনা খতিয়ে দেখার জন্যই এমন উদ্যোগ নিচ্ছেন আয়োজকরা। চলতি মাসের শুরুর দিকেই টোকিও গেমসে বিদেশি দর্শকে ‘না’ বলে দিয়েছে বলে দিয়েছে আয়োজকরা। করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অতিথির সংখ্যাও ব্যাপক হারে কাটছাঁট করা হচ্ছে। অনুষ্ঠানের সংখ্যাও কমিয়ে ফেলা হবে। তার পরও অবশ্য টোকিও গেমস ঘিরে বিতর্কের শেষ নেই। এখনও জাপানের আমজনতার একটা বড় অংশ অলিম্পিক পিছনোর এবং বাতিলের দাবি তুলে আসছে।